দেশি প্রতিষ্ঠানের বিজনেস কেস নিয়ে প্রথম বই

বইয়ের পাতায় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠার গল্প

‘বাংলাদেশ বিজনেস কেস’ বইয়ের প্রচ্ছদ।
‘বাংলাদেশ বিজনেস কেস’ বইয়ের প্রচ্ছদ।

‘বাংলাদেশ বিজনেস কেস’ বইটি লেখার প্রাথমিক উদ্দেশ্য ছিল দেশের ব্যবসায়িক সাফল্যের গল্প বলা। বর্তমানে বিজনেস স্টাডির জন্য আমাদের বিদেশি বইয়ের ওপর অনেক বেশি নির্ভর করতে হয়। এর মানে কি আমাদের দেশে ব্যবসায়িক সাফল্যের গল্প নেই? অবশ্যই আছে। তবে গল্পগুলো ছড়িয়ে–ছিটিয়ে ছিল। অপেক্ষা ছিল, কেউ এসে গল্পগুলো সংগ্রহ করবে।

সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ জন ফ্যাকাল্টি সদস্য এই প্রকল্পে কাজ করেছেন। এরই পাশাপাশি ৪৭ জন শিক্ষার্থী এবং ১৭ জন শিল্প বিশেষজ্ঞ এই প্রকল্পে তাঁদের অবদান রেখেছেন। বইটির সম্পাদক হিসেবে কাজ করেছেন শিক্ষক মিজানুর রহমান, শিবলী রুবায়েত উল ইসলাম নূর, মীজানূর রহমান এবং আইবিএ শিক্ষক রিদয়ানুল হক। রিদয়ানুল হক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। যাঁরা বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের গড়ে ওঠার গল্প জানতে চান বা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে বিদ্যমান সফল প্রতিষ্ঠানগুলোর গড়ে ওঠার গল্প থেকে শিক্ষা নিতে চান, তাঁদের জন্য এই বই দারুণ এক উৎস হতে পারে।

আইবিএ শিক্ষক রিদয়ানুল হক

রিদয়ানুল হক বলেন, বিজনেস কেস নিয়ে দেশে এটিই প্রথম বই। প্রাথমিক পর্যায়ে সর্বমোট ৭৪টি বিজনেস কেস নিয়ে কাজ শুরু করা হয়। এরপর সিদ্ধান্ত হয় ৩৬টি কেস নিয়ে কাজ করার এবং চূড়ান্ত খসড়ায় মোট ১৬টি বিজনেস কেস নিয়ে কাজ করা হয়েছে।

এই বইতে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হয়েছে, তার মধ্যে আছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ওটিটি প্ল্যাটফর্ম চরকি, শ্যামলী পরিবহন, উন্মাদ, আকাশ ডিটিএইচ, আলফা ক্যাটারিং সার্ভিসেস লিমিটেড, অগমেডিক্স, The Kow Company Limited, এক-শপ, পিউলি, সেবা.এক্সওয়াইজেড, স্টার সিনেপ্লেক্স, লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড, বিডিজবস ট্রেনিং, বংগো, সেন্ট জোসেফ স্কুল। উল্লেখিত সব কটি কোম্পানি তাদের নিজস্ব সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। এসব কোম্পানির প্রতিটি থেকে মানুষের অনেক কিছু শেখার আছে।

বিজনেস কেস বইটির পাবলিশার অ্যান্ড স্পনসর হিসেবে কাজ করেছে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন। বইটির প্রিন্টার অ্যান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে সমগ্র প্রকাশনা।

রিদয়ানুল হক বলেন, বইটি আপনাকে স্থানীয় ব্যবসা সম্পর্কে জানতে সাহায্য করবে। এ ছাড়া এটি নির্বাচিত সংস্থাগুলোর ব্যবসায়িক মডেলের ওপরও আলোকপাত করে। বাংলাদেশের চলমান ব্যবসা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, তা বুঝে ওঠার জন্য এই বই অনন্য।

রিদয়ানুল হক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের বই খুবই নতুন। বইটির প্রথম সংস্করণের ব্যাপক সাফল্যের কারণে দ্বিতীয় সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বইটি প্রশংসা কুড়িয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকম ওয়েবসাইটে।