মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

ঢাকা শিক্ষা বোর্ড ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশন, চলবে ৩১ জুলাই পর্যন্ত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে এ কার্যক্রম। বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান স্বাক্ষর করে এ কার্যক্রমের আদেশ জারি করেছেন।

দরকারি তথ্য

১. ৩১ জুলাই ২০২৫ তারিখের পর পরবর্তী সময় কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

২. অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদের উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

# বিশেষ তথ্য জানতে ওয়েবসাইট