
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. শর্ষের বীজে কত ভাগ তেল থাকে?
ক. ১০–২০ শতাংশ
খ.৩০–৩৫ শতাংশ
গ. ৪০–৪৪ শতাংশ
ঘ. ৫০–৫৪ শতাংশ
৫২. শর্ষের খইলে থাকে—
i. ৪০ শতাংশ আমিষ
ii. ৬৪ শতাংশ নাইট্রোজেন
iii. ৭০ শতাংশ শতর্করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. ‘মধু উদ্ভিদ’ কাকে বলা হয়?
ক. লিচু খ. শর্ষে
গ. মাষকলাই ঘ. ধান
৫৪. দেশে উৎপাদিত ডালের কত ভাগ আসে মাষকলাই থেকে?
ক. ৯–১১ শতাংশ
খ. ১৫–১৮ শতাংশ
গ. ১৫–২০ শতাংশ
ঘ. ২০–২২ শতাংশ
৫৫. মাষকলাই হলো—
i. উষ্ণ জলবায়ুর ফসল
ii. শুকনা জলবায়ুর ফসল
iii. ভেজা জলবায়ুর ফসল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. শরৎ ও হেমন্ত কোন ফসলের জাতের নাম?
ক. শর্ষে খ. মাষকলাই
গ. ধান ঘ. পাট
৫৭. বাংলাদেশে কত জাতের শাকসবজি চাষ হয়?
ক. ২৫ খ. ৩৫
গ. ৫০ ঘ. ৬০
৫৮. ‘সবুজ বাংলা’ কোন ফসলের জাত?
ক. পালংশাক খ. ধান
গ. শর্ষে ঘ. মাষকলাই
৫৯. ‘নয়নতারা’ ও ‘নয়নকাজল’ কোন ফসলের জাতের নাম?
ক. বেগুন খ. মিষ্টিকুমড়া
গ. শর্ষে ঘ. গম
৬০. বেগুন ফলনের ক্ষতি করে—
i. ১ প্রজাতির মাকড়
ii. ১০ প্রজাতির পোকা
iii. ১৬ প্রজাতির পোকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.খ ৫২.ক ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.খ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ক ৬০.খ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়