অবশেষে ফারহান–শিবানীর বিয়ের ছবি প্রকাশ

বেশ কয়েক বছর প্রেম করে অবশেষে বিয়ে পিঁড়িতে বসলেন বলিউড তারকা ফারহান ও শিবানী। খান্ডালায় ফারহানের খামারবাড়িতে ঘরোয়া আয়োজনে এ বিয়েতে এসেছিলেন বর-কনের কাছের বন্ধু ও স্বজনেরা। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত। ঘরোয়া এই বিয়ের পর ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুর বাড়িতে হবে তাঁদের আইনি বিয়ে। তবে শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ পায়নি। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের আসরের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। বুধবার সকাল সকাল বিয়ের ছবি পোস্ট করেন ফারহান। চলুন দেখি সেসব ছবি।

ক্যাপশনে ফারহান জানিয়েছেন, ‘কিছুদিন আগে, শিবানী এবং আমি আমাদের একসঙ্গে থাকাটা উদ্‌যাপন করেছি। যাঁরা আমাদের গোপনীয়তার জন্য প্রয়োজনীয় সবকিছুকে সম্মান করেছেন, তাঁদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে কিছু মূল্যবান মুহূর্ত ভাগ করে নেওয়া এবং আপনাদের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, যখন আমরা একসঙ্গে সময়ের আকাশজুড়ে আমাদের যাত্রা শুরু করি। আমাদের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা।’
ক্যাপশনে ফারহান জানিয়েছেন, ‘কিছুদিন আগে, শিবানী এবং আমি আমাদের একসঙ্গে থাকাটা উদ্‌যাপন করেছি। যাঁরা আমাদের গোপনীয়তার জন্য প্রয়োজনীয় সবকিছুকে সম্মান করেছেন, তাঁদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে কিছু মূল্যবান মুহূর্ত ভাগ করে নেওয়া এবং আপনাদের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, যখন আমরা একসঙ্গে সময়ের আকাশজুড়ে আমাদের যাত্রা শুরু করি। আমাদের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা।’
গত শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার খামারবাড়ি ‘সুকুনে’ বিয়ে সারেন তাঁরা। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সারলেন দুজন।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান এবং শিবানী। বিয়ের শপথগুলো নিজেরাই লিখেছেন তাঁরা!
বিয়ের দিন লাল রঙের ফিশটেল গাউন বেছে নিয়েছিলেন শিবানী। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট।
জানা গেছে, খুব বেছে বেছে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করছেন শিবানীর দুই বোন। তারকাদের অনেকে জানিয়েছেন, ফারহান ও শিবানী তাঁদের বিয়েতে মিডিয়ার ক্যামেরাকে দূরে রাখতে চান।
এর আগে চুলসজ্জাশিল্পী অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের সংসার ছিল ফারহানের। ফারহান ও অধুনার রয়েছে দুই মেয়ে শাক্য ও আকিরা। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ফারহান ও অধুনা দুজন মিলেই সন্তানদের দেখাশোনা করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানী দান্ডেকরের প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই ছিলেন তাঁরা।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক ফ্রেমে।
নববিবাহিত দম্পতির পার্টিতে হাজির ছিলেন বলিউডের একগুচ্ছ তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করলেন শিবানী দান্ডেকর। ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম পরিবর্তন করে ‘শিবানী দান্ডেকর আখতার’ করেছেন।
নববিবাহিত দম্পতির পার্টিতে হাজির ছিলেন বলিউডের একগুচ্ছ তারকা।