বেশ কয়েক বছর প্রেম করে অবশেষে বিয়ে পিঁড়িতে বসলেন বলিউড তারকা ফারহান ও শিবানী। খান্ডালায় ফারহানের খামারবাড়িতে ঘরোয়া আয়োজনে এ বিয়েতে এসেছিলেন বর-কনের কাছের বন্ধু ও স্বজনেরা। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত। ঘরোয়া এই বিয়ের পর ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুর বাড়িতে হবে তাঁদের আইনি বিয়ে। তবে শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ পায়নি। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের আসরের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। বুধবার সকাল সকাল বিয়ের ছবি পোস্ট করেন ফারহান। চলুন দেখি সেসব ছবি।
