
নিজের প্রেমিকাকে পর্দায় নায়িকা হিসেবে পাওয়ার জন্য নায়কের পরিচালক-প্রযোজকের ওপর চাপ সৃষ্টি করা বলিউডে নতুন ঘটনা নয়। এ একধরনের দাদাগিরি। রণবীর কাপুরও এবার সেই পথে হাঁটলেন। বলিউডের এই নায়ক তাঁর আগামী ছবির নায়িকা হিসেবে প্রেমিকা আলিয়া ভাট ছাড়া আর কারও কথা ভাবতেই পারছেন না। তাই মহা ঝামেলায় পড়েছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির পরিচালক লব রঞ্জন। এখন এই তরুণ পরিচালক শ্যাম রাখেন না কুল রাখেন। লব রঞ্জন তাঁর আগামী ছবির জন্য চেয়েছিলেন ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির নায়িকা নুসরাত ভরুচাকে। কিন্তু এদিকে তাঁর ছবির নায়ক বেঁকে বসেছেন। রণবীরের ‘সুইটি’কে নয়, আলিয়াকে চাই।
লব রঞ্জনের সর্বশেষ ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’ বক্স অফিসে ১০০ কোটি রুপি ব্যবসা করেছে। এবার তিনি তাঁর আগের ছবির নায়কদের ছেড়ে রণবীরের মতো তারকার সঙ্গে আগামী ছবি করতে চলেছেন। তবে এই পরিচালক তাঁর আগের ছবির নায়িকা নুসরাতকে ছাড়তে চাননি। লব রঞ্জন নুসরাতকে কথা দিয়েছেন, আগামী ছবিতে তাঁকেই নায়িকা হিসেবে নেবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন রণবীর। তিনি অনেক দিন ধরে নুসরাতের পরিবর্তে আলিয়াকে নেওয়ার জন্য এই পরিচালকের ওপর চাপ সৃষ্টি করছেন। এদিকে ‘সঞ্জু’র চূড়ান্ত সাফল্যের পর রণবীরের এই চাপ আরও বেড়েছে।
সূত্রের খবর অনুয়ায়ী, রণবীরের দল লব রঞ্জনকে বুঝিয়েছে, তাঁর ছবিতে বক্স অফিসে ৩০০ কোটি ব্যবসা করা তারকা রণবীর আর তাঁর বাবার চরিত্রে ২০০ কোটির ক্লাবের তারকা অজয় দেবগন আছেন। তাই এই দুই তারকার মাঝে নুসরাত কোনোভাবেই উপযুক্ত নয়। রণবীর এবং অজয় একই ছবিতে থাকার ফলে এই ছবির প্রোজেক্ট অনেক বড় হয়ে গেছে। তাই নুসরাতের মতো তারকা এই ছবির নায়িকা কোনোভাবেই হতে পারেন না।
মাঝে শোনা গিয়েছিল, লব রঞ্জনের এই প্রোজেক্ট রণবীর কাপুর ছাড়তে চলেছেন। কিন্তু পরে জানা গেছে, এটা ভুল খবর। রণবীর এই ছবিতে কাজ করবেন তখনই, যখন নুসরাতের জায়গায় তাঁর পছন্দের নায়িকাকে নেওয়া হবে। তাঁর পছন্দের নায়িকা যে প্রেমিকা আলিয়া ছাড়া অন্য কেউ নন, তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে রণবীরের আরও একটি ছবির কাজ এগোচ্ছে। শোনা গেছে, ইমতিয়াজ আলীর একটি ছবিতে রণবীর কাজ করছেন। আর ইমতিয়াজ ও রণবীর মিলে নাকি হিট ছবি ‘রকস্টার’-এর সিক্যুয়াল বানাতে চলেছেন। ছবির গল্প পরিচালক আর নায়ক দুজনেরই পছন্দ হয়েছে। ‘রকস্টার টু’র নায়ক তো রণবীর। এখন প্রশ্ন নায়িকা কে? শোনা গেছে, ইমতিয়াজ তাঁর আগামী ছবির নায়িকার সন্ধান করতে শুরু করেছেন। এখন দেখার বিষয়, রণবীর আবার না বেঁকে বসেন। ইমতিয়াজের এই ছবির জন্য তিনি আবার নায়িকা হিসেবে আলিয়াকে না চেয়ে বসেন।