জন্ম ও বেড়ে ওঠা সুইডেনে। এর মধ্যেই তিনি হঠাৎ করে ভারতের সংস্কৃতির প্রেমে পড়েন। ভালো লাগে বলিউডের সিনেমা। একসময় নাটকীয়ভাবে চলে আসেন বলিউডে। ১২ বছর ধরে ভালো ক্যারিয়ার গড়তে সংগ্রাম করে যাচ্ছেন। এই অভিনেত্রীর নাম এলি আভরাম। আজ তাঁর জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর জানা–অজানা কথা।
