Thank you for trying Sticky AMP!!

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ঈশান আওয়াস্তির চরিত্রে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছে দার্শিল সাফারি

দার্শিলের উঁচু দাঁত নিয়ে হতো টিটকিরি

‘তারে জমিন পার’ সিনেমায় ডিসলেক্সিয়াতে আক্রান্ত শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন দার্শিল সাফারি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ঈশান আওয়াস্তির চরিত্রে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছে ছোট্ট ছেলেটি। এ ছবিতে অভিনয়ের পরপরই রাতারাতি বদলে যায় দার্শিলের বাস্তব জীবন। ঈশানের উঁচু ও এলোমেলো দাঁতই তাঁকে নিয়ে যায় সাফল্যের চূড়ায়। সেই সঙ্গে অভিনয়ের দক্ষতাতেও একেবারে দশে এ দশ।
এত জনপ্রিয়তা সত্ত্বেও স্কুলে এই দাঁতের জন্য কটু কথা শুনতে হয়েছে তাঁকে। নানা ধরনের অপ্রীতিকর ঘটনার মুখেও পড়তে হয়েছে ছোট্ট ছেলেটিকে। আজ ২৭তম জন্মদিন উদ্‌যাপন করছেন সম্প্রতি আবারও আলোচনায় আসা দার্শিল সাফারি। দার্শিলের বিশেষ এই দিনে ২০২২ সালে তাঁর দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ আবার প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

Also Read: ১৬ বছর পর আমির এখন নানা, দার্শিল নাতি!

শিক্ষক: তারে জামিন পার

সাক্ষাৎকারে দার্শিল বলেছেন, ‘ব্যক্তিগত জীবনে অভিনয় থেকে দূরে থাকা সত্ত্বেও আমার জীবনে এগুলো ঘটেছে। আমার উচ্চতা, দাঁত এবং সবকিছু নিয়েই মজা করা হতো। বলা হতো, আমার দাঁতগুলো যেন এক কিলোমিটার পরপর ছিল; কিন্তু এই দাঁতের জন্যই “তারে জমিন পার”–এ অভিনয়ের সুযোগ পাই আমি। সে কারণেই এসব নিয়ে মাথা ঘামাইনি আমি।’

Also Read: কবে আসছে আমিরের সিতারে জমিন পর

এ ছবিতে অভিনয়ের পরপরই রাতারাতি বদলে যায় দার্শিলের বাস্তব জীবন

দার্শিল সাফারি বলেছেন, ‘আমি খুবই আবেগপ্রবণ শিশু ছিলাম। সবকিছুই আমার হৃদয়ে আঘাত করত। আপনি যখন অভিনেতা হবেন, তখন এসব আপনি থামাতে পারবেন, কিন্তু সব গুঞ্জন একসঙ্গে থামানো সম্ভব নয়। আপনাকে জানতে হবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যদি তারা বলে, দার্শিল অলস, এটা সত্যি, আমাকে এ বিষয়টির ওপর নজর দিতে হবে। কিন্তু তারা যদি বলে, দার্শিল অভিনয় পছন্দ করে না, সেটা সত্যি নয়।’

Also Read: ‘তারে জামিন পার’-এর পর কেন প্রতিদিন কাঁদতেন ছোট্ট দার্শিল

‘তারে জমিন পার’-এর ছোট্ট ঈশান এখন আর ছোট নয়। ২৭তম জন্মদিন উদ্‌যাপন করছে সে। সম্প্রতি আমির খানের সঙ্গে আবার জুটি বেঁধেছেন। একটি কোমল পানীয়র বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলেছেন তিনি।

দারশিলের সঙ্গে দেখা হয় ‘তারে জামিন পার’-এ তাঁর মায়ের চরিত্রে অভিনয় করা টিসকা চোপড়ার

এবার শিক্ষক-ছাত্রের বেশে নয়, নানা-নাতির বেশেই হাজির হয়েছেন আমির খান আর দার্শিল। পাশাপাশি ‘তারে জমিন পার’-এর মতো সামাজিক সচেতনতামূলক আরেকটি সিনেমায় হাত দিয়েছেন আমির খান। ছবির নাম ‘সিতারে জমিন পার’। বড়দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Also Read: ১৫ বছর পর এক ফ্রেমে ‘তারে জামিন পার’-এর মা-ছেলে