
শেষ মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ ডাহা ফ্লপ। তবে এই প্রথম নয়, ক্যারিয়ারে আরও রিমেক সিনেমা করেছেন আমির খান; বেশির ভাগই হিট হয়েছে। তবে নব্বই দশকে আমির খান হলিউডের প্রেরণায় নির্মিত যেসব হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, সেগুলোর কোনোটিরই আনুষ্ঠানিক অনুমোদন ছিল না। এগুলোকে তাই ‘নকল’ সিনেমা বলতেও দ্বিধা করেন না অনেকে। নির্মাতারা হলিউড সিনেমার আংশিক বা হুবহু প্লট নিয়ে এসব সিনেমা বানিয়েছেন। আমির খানের জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর রিমেক সিনেমার খবরাখবর