বড়দিন উদ্‌যাপনে তারকারা

বড়দিন উদ্‌যাপন করছেন বলিউড ও ঢালিউডের তারকারা। উদ্‌যাপনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনেকে। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে উৎসব থেকে ঢুঁ মেরে আসা যাক।

বড়দিনে পতৌদি পরিবারে উৎসবের ধুম লেগেছে। উদ্‌যাপনের ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোহা আলী খান। ছবিতে কারিনা কাপুর খান, সাইফ আলী খান, তৈমুর আলী খান, জাহাঙ্গীর আলী খান ও ইনায়া নাওমি খেমুকে দেখা গেছে
আলিয়া ভাটকেও বড়দিন উদ্‌যাপনে দেখা গেছে। ক্রিসমাস ট্রির পাশে আলিয়ার সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর বোন শাহিন ভাট
ছবিটি পোস্ট করে বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া লিখেছেন—‘ডিসেম্বরিং’
বড়দিনের সকালে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান লিখেছেন—‘মেরি ক্রিসমাস’
ছবিটি পোস্ট করে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন—‘মেরি ক্রিসমাস’
বড়দিন উদ্‌যাপনের ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী