Thank you for trying Sticky AMP!!

সংবাদ সম্মেলনে শাকিব খান

গুলশানে সংবাদ সম্মেলনে যা বললেন শাকিব খান

ধর্ষণের অভিযোগ তোলা চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বলছেন, ‘আজকে জয়ের হাসিটা আমরা সবাই হাসছি। দিন শেষে সেই প্রতারক কিন্তু পালিয়ে গেল, দিন শেষে আপনাদেরই জয় হলো, আমাদেরই জয় হলো। যারা ন্যায়ের পক্ষে থাকবে, তারাই হাসবে।’

আজ সন্ধ্যায় নিজের গুলশানের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন শাকিব খান। এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলাটি করেন শাকিব খান।
শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘প্রতারণাও একটা লিমিটেশন থাকা উচিত। পর্দায় আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদ করি। দিন শেষে কিন্তু ন্যায়েরই জয় হয়। আমার মনে হয়েছে, সেটা (প্রতিবাদ) শুধুই পর্দায় সীমাবদ্ধ রাখা উচিত? পর্দার বাইরেও তো আমি একজন মানুষ। আমি মানুষকে শেখানোর চেষ্টা করছি, আপনার সঙ্গে কোনো অন্যায় হলে অবশ্যই বিচার চাইবেন, ন্যায়বিচারের জন্য লড়াই করবেন।’

শাকিব খান আরও বলেন, ‌আমি বিশ্বাস করি, এই চক্র যত বড়ই হোক না কেন, সুষ্ঠু বিচার পাবো। আদালত যাচাই-বাছাই করে আমার মামলাটি গ্রহণ করেছেন। আইনের ওপর আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। আর আমি নিশ্চিত, রহমত উল্ল্যাহ একা। তার সঙ্গে আরও অনেকে জড়িত। তিনি এই সিনেমার প্রযোজক না হয়েও, তার সঙ্গে আমার বা এই ছবির পরিচালকের সঙ্গে কোনও চুক্তি না থাকার পরও তিনি একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। একবারও প্রযোজক সমিতির কেউ বিষয়টি যাচাই করে দেখলো না যে, তিনি আসলে এই ছবির প্রযোজক কিনা। তাহলে এত বড় ঘটনার জন্ম হতো না।'

গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।

শাকিব খান

এ প্রযোজকের দাবি, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্য ধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘নারী সংক্রান্ত যে অভিযোগ করেছেন, নারী কি উনি? এটা ওনার ব্যাপার না। 
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গত রোববার রাতে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব; তবে মামলা নেওয়া হয়নি। পরদিন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন শাকিব। এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে শাকিব খানের নামে উকিল নোটিশ পাঠান প্রযোজক রহমত উল্লাহ; তাতে শাকিব খানকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

উকিল নোটিশ পাঠানোর খবর প্রকাশ্যে আসার পর সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন শাকিব। আদালত শাকিব খানের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

শাকিব খান

সাংবাদিকদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা মানুষের জন্য কাজ করছেন, আমরাও মিডিয়ায় কাজ করছি। মাঝেমধ্যেই দেখা যায়, সমাজের ভালো মানুষ সম্পর্কে না জেনে প্রতারক চক্র যা খুশি তাই বলে যায়। ইনভেস্টিগেশন না করে তাৎক্ষণিকভাবে খবরটা দিয়ে ফেলি। আমরা খতিয়ে দেখি না, কথাগুলোর কতগুলো সত্যতা রয়েছে। আপনারা সেদিনই প্রশ্ন করলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যেত, তিনি এই সিনেমার প্রযোজক না।’

Also Read: ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান

Also Read: শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ প্রযোজকের