‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের শুটিংয়ে মারজুক রাসেল, শিমুল শর্মা, চাষী আলম ও জিয়াউল হক পলাশ।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের শুটিংয়ে মারজুক রাসেল, শিমুল শর্মা, চাষী আলম ও জিয়াউল হক পলাশ।

মেসে ফিরছে কাবিলারা, পলি চেয়ারম্যানের কী হবে

মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব আর খুনসুটির গল্প নিয়ে ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি যেখানে জায়গা করে নেন নানা বয়সী মানুষ। এক ছাদের নিচে ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষেরা মিলে তৈরি হয় জীবনযাপনের নতুন এক সমীকরণ। কাজল আরেফিন অমির নির্মাণে এই গল্পগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

২০১৮ সালে প্রথম সিজন প্রচারের পর থেকেই আলোচনার পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে শুরু হয় সমালোচনা। ছয় বছরের যাত্রায় নাটকটি শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়ে ওঠে ‘ট্রেন্ড’। নানা বয়সের দর্শকেরা নাটকটি দেখে যেমন মজা পান, তেমনি কেউ কেউ এটাকে ‘অশ্লীল’ আখ্যা দেন।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে এই ধারাবাহিক। পাশাপাশি বুম ফিল্মের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। এর আগে ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। সেখানে নতুন সিজনের ১৬টি পর্ব দেখানো হয়। প্রি-বুকিং থেকে শুরু করে মুক্তির পরপরই দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো। নির্মাতা জানান, মুক্তির প্রথম ২০ ঘণ্টায় দর্শকের যে সাড়া মিলেছে, বাংলাদেশের ওটিটির ইতিহাসে তা বড় অর্জন। তাঁর ভাষায়, ‘সিরিজের গড় ওয়াচটাইম ৯৭ শতাংশ, যা দেশে বিরল ঘটনা।’

‘ব্যাচেলর পয়েন্ট ৫’–এর পোস্টার থেকে। ফেসবুক থেকে

কেন এমন জনপ্রিয়?

কেউ বলেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখতে পান, কেউ চরিত্রগুলোর বৈচিত্র্য ও আকর্ষণ, বন্ধুত্বের রসায়নে উপভোগ্য মনে করেন। বিনোদন–সংশ্লিষ্টদের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ জনপ্রিয় হওয়ার মূল কারণ এর বাস্তবধর্মী গল্প, তরুণদের মুখের ভাষা ও জীবনযাত্রার প্রতিফলন। মেসের বন্ধুদের গল্প, প্রেম-ভালোবাসা, দুঃখ, সংগ্রাম, হাসি—সবই আছে। কাবিলা (জিয়াউল হক পলাশ) আর হাবু ভাই (চাষী আলম) চরিত্র দুটি তো এখন মিম-স্ট্যাটাসেরও নিয়মিত মুখ। নির্মাতা কাজল আরেফিন অমির কথায়, ‘এই সিরিজের গল্প শুধু তরুণদের জন্য নয়, এখন সব বয়সের মানুষ দেখেন। তরুণেরা নিজেদের জীবনের ছবি খুঁজে পান, আর বড়রা নিজেদের শুরুর দিনগুলো মনে করেন।’

কেউ কেউ আবার বলেন, নাটকটি তরুণদের ভাষা ও রুচিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। তবে নির্মাতা কাজল আরেফিন মনে করেন, তাঁর নাটকটি কারও ওপর নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারবে না। তাঁর ভাষ্যে, ‘একটা সিনেমায় যেমন নায়ক থাকে, সেখানে একজন ভিলেনও থাকে। একটা সিনেমার ভিলেন কখনো সুন্দর করে কথা বলবে না, খারাপ ব্যক্তি যেভাবে কথা বলে, তিনিও সেভাবে বলবেন। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে, সিনেমা দেখে আমি কখনো ভিলেনের ভাষা গ্রহণ করব না, নায়কের চরিত্র যেটা থাকে, সেই নায়ক সুন্দর করে কথা বলে, সুন্দরভাবে চলে, সেটাই গ্রহণ করব।’ পাশাপাশি এটাও যোগ করলেন নির্মাতা, ‘ব্যাচেলর পয়েন্ট’ কখনোই সবার মনমতো হয়নি, হবেও না। আমি গল্প বলব আমার নিজের ঢঙে। যাঁদের সঙ্গে এই গল্পের ভাবনা মেলে, তাঁরাই ভালোবাসেন। যাঁরা মেলাতে পারে না, তাঁরা সমালোচনা করেন। এটাকেই আমি স্বাভাবিক বলি।’

‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম মৌসুমের সংবাদ সম্মেলন।

নতুন সিজন, নতুন চরিত্র

নতুন সিজনে পরিচিত চরিত্ররা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে নতুন চরিত্র। নির্মাতা জানিয়েছেন, এবার গল্প আরও বেশি নাটকীয়, রোমাঞ্চকর ও আবেগময়। থাকছে বন্ধুত্বের টানাপোড়েন, নতুন প্রেম আর জীবনসংগ্রামের নতুন অধ্যায়। সিরিজের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে আছেন কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী আলম), লাবু কমিশনার (শরাফ আহমেদ জীবন), জাকির (সাইদুর রহমান পাভেল), অন্তরা (ফারিয়া শাহরিন)। আলোচিত এসব চরিত্রের কেউ শুরু থেকেই ছিলেন, কেউ পরে যোগ হয়েছেন। পঞ্চম সিজনেও নতুন একটি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক। মতলব নামের সেই চরিত্রে অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রোমেল। পরিচালক জানালেন, ঈদে ওটিটিতে মুক্তি পাওয়ার পর আমরা মতলব চরিত্রে দারুণ ফিডব্যাক পাই। চরিত্রটি সবাই বেশ উপভোগ করেছে। আমার মনে হয়, যাঁরা আজ থেকে টেলিভিশন ও ইউটিউবে এটি দেখবেন, তাঁদেরও ভালো লাগবে।’ সামনে আরও কয়েকটি চরিত্র আসবে বলে জানালেন পরিচালক।

পরিচালক কাজল আরেফিন অমি

পলি চেয়ারম্যানের কী হবে

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের আলোচিত একটি চরিত্র পলি চেয়ারম্যান, অভিনয় করেন গুলশান আরা আহমেদ। এপ্রিলে তিনি মারা গেছেন। সেই চরিত্রের এখন কী হবে? পরিচালক জানালেন, পলি চেয়ারম্যান বেশির ভাগ সময় ফোনে কথা বলেন। দর্শক একবারই তাঁকে দেখেছেন। সামনে গল্পের প্রয়োজনে ফোন কথোপকথনে তাঁকে আনবেন। পরিচালক বললেন, ‘কাবিলার সঙ্গে তাঁর মায়ের কথোপকথনে ফোনের ওপারে কে থাকেন, তা এখন পর্যন্ত কেউ জানতেন না। এটি গুলশান আরা আপার কণ্ঠ না। এটিতে আমরা সত্যি সত্যি কাবিলার (জিয়াউল হক পলাশ) মায়ের কণ্ঠ ব্যবহার করেছি। আগে কখনো তিনি কোথাও কণ্ঠ দেননি। আর নোয়াখালীর আঞ্চলিক ভাষাটা কাছাকাছি রাখার জন্য আমরা সংলাপগুলো গুলশান আরা আপাকে অডিও আকারে দিতাম, তিনি শুনে শুনে তাঁর মতো করে বলতেন। আন্টি নানান অসুখ–বিসুখে থাকেন। তারপরও আমাদের কাজটি করে দেন।’ অমি জানালেন, পলাশ গতকালও তাঁর মাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত ছিলেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সহশিল্পীদের সঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি (মাঝে)

কবে শেষ হবে

২০১৮ সালে ৫৩ পর্বে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম সিজন। এরপর যথাক্রমে ৭৯, ৮৪ ও ১১৬ পর্বে শেষ হয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন। পঞ্চম সিজন কত পর্বের এবং কবে এই ধারাবাহিক শেষ হবে—এমন প্রশ্নে পরিচালক জানালেন, ১৬ পর্বের শুটিং শেষ হয়েছে। নতুন সিজনের প্রথম পর্ব থেকে বিনা মূল্যে টেলিভিশনে দেখতে পারবে দর্শক। গতকাল (বুধবার) থেকে দ্বিতীয় লটে ২৪ পর্ব পর্যন্ত শুটিং করবেন। নির্মাতা বললেন, ‘দুই বছরের জন্য একটি বাড়িকে আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট হিসেবে বানিয়েছি। টানা কাজ চলবে। এবার আমরা ১২০ পর্বে পঞ্চম সিজনের শুটিং শেষ করব। এর মধ্যে কিছু চরিত্র নিয়ে যে রহস্য আছে, তার জট খুলতে পারে। আবার নতুন কোনো চরিত্র নতুন রহস্যের জাল বুনতে পারে। দেখা যাক। আর কবে শেষ হবে, এটা বলা মুশকিল। সত্যি বলতে, আমি কাজটা খুব আনন্দ নিয়ে বানাই। যত দিন আনন্দ পাব এবং গল্পের প্রতি বিশ্বাস করব, একই সঙ্গে দর্শক–চাহিদার বিষয়টিও এর সঙ্গে যুক্ত।’