Thank you for trying Sticky AMP!!

প্রেমের কোনো ভাষা নেই: ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ

আজ রাতে এনটিভিতে প্রচারিত হবে এক ঘণ্টার নাটক ‘অমৃত কথা’। মাসুম শাহরীয়ারের লেখা নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ঢাকার উত্তরায় শুটিং করছিলেন।

কিসের শুটিং করছেন? 
‘লবণ চা’ নামে একটি নাটকের। আমার বিপরীতে আছেন মম।

‘অমৃত কথা’ নাটকটিতে আপনার চরিত্র কেমন? 
এটি একটি প্রেমের নাটক। আমার চরিত্রের নাম রঞ্জু। পাশের বাসার মেহ্জাবীনকে ভালোবাসে সে। একসময় রঞ্জু জানতে পারে, ভালোবাসার মেয়েটি বোবা। তাই মেয়েটির প্রতি সত্যিকারের প্রেম জানাতে সে নিজেও বোবা সাজে। প্রেমের কোনো ভাষা নেই।

ঈদের পর কবে থেকে কাজ শুরু করেছেন? 
১ সেপ্টেম্বর থেকে। এর মধ্যে অনেক এক ঘণ্টার নাটকের কাজ শেষ করেছি। মন বাড়িয়ে ছুঁই, মধ্যবিত্তের বারান্দা, ভালোবাসি তোমায়, আই লাভ ইউ ইত্যাদি।

‘ভালোবাসা এমনই হয়’ মুক্তির পর আর নতুন কোনো সিনেমায় কাজ করছেন না কেন? 
কয়েকটি চিত্রনাট্য হাতে আছে। কিন্তু কাজ করছি না। এখন গল্প ও পরিচালক দেখে মনে রাখার মতো কিছু কাজ করতে চাইছি। যে কাজগুলো সারা বছর আলোচনায় থাকবে।

আপনার করা সবচেয়ে বিরক্তিকর ও প্রিয় চরিত্র কোনটি? 
বিরক্তিকর চরিত্র নেই। আর প্রিয় চরিত্র হলো গত ঈদে প্রচারিত বেড সিন নাটকের তন্ময় চরিত্রটি।

মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম ও অমিতাভ রেজা একই দিনের জন্য শিডিউল চাইলে কারটা করবেন? 
ছোটবেলা থেকে ফারুকী ভাইয়ের নাটক দেখে বড় হয়েছি। তাঁর প্রতি দুর্বলতা আছে।

মেহ্জাবীন, তানজিন তিশা, সাফা কবির, সাবিলা নূর—এই চারজনের কার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? 
চারজনের সঙ্গেই।