এরফান মৃধা শিবলু
এরফান মৃধা শিবলু

গান, অভিনয়, ভাত আর ভয়—জাপান থেকে শিবলু

কনসার্টে অংশ নিতে এখন জাপানে আছেন এরফান মৃধা শিবলু। রোববার ওসাকা এক্সপোতে পারফর্ম করেন এই গায়ক–অভিনেতা। তাঁর সঙ্গে কথা বলেছেন নাজমুল হক

প্রশ্ন

ফেসবুকে দেখলাম স্ট্যাটাস দিয়েছেন ভাত দে নইলে মানচিত্র খাব! জাপানে কি ভাতের কষ্টে আছেন নাকি?

শিবলু: আরে ভাই বইলেন না, ভাত ছাড়া কি থাকা যায়? বাঙালির এ ভাত ছাড়া কি এক দিন চলে? এর মাঝে একটা ভারতীয় রেস্টুরেন্ট পেয়েছি। তবে খাবার আমাদের মতো না। ওই দেশের মানুষের উপযোগী করেই বানানো। তবে ভাত দেখেই আত্মায় শান্তি পেলাম। এক সপ্তাহ থাকব, জানি না বাকি দিন কীভাবে যাবে। আর খাবারের যে দাম এখানে!

প্রশ্ন

আর কী কী সমস্যা হচ্ছে?

শিবলু: সবচেয়ে বেশি হচ্ছি ভাষাগত সমস্যা, একদম বিমানবন্দর থেকে উবার, হোটেল—যেখানেই গেছি। তাঁরা কি ইংরেজি বোঝেন না, নাকি বলতে চান না, বোধগম্য হয়নি। এ ছাড়া সব ঠিকঠাক; সুন্দর দেশ, সুন্দর মানুষ। একটু বেরিয়েছিলাম, আবহাওয়াও চমৎকার।

জাপানে শিবলু
প্রশ্ন

জাপানের সফর নিয়ে জানতে চাই

শিবলু: ওসাকা এক্সপো চলছে, সেখানে প্রতিটি দেশের জন্য বিশেষ একটি দিন রাখা হয়। রোববার (১১ মে) ‘বাংলাদেশ কান্ট্রি ডে’তে আমরা পারফর্ম করেছি। ইমন চৌধুরী, আলেয়া বেগমসহ আরও অনেক গুণী সংগীতশিল্পীর সঙ্গে ‘বেঙ্গল সিম্ফনি’র হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছি, বেশ কয়েকজন দেশসেরা যন্ত্রীও আমাদের সঙ্গে আছেন। সংস্কৃতি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির প্রতি অনেক কৃতজ্ঞতা—আমাদের এত বড় সুযোগ দেওয়ার জন্য।

প্রশ্ন

শ্রোতারা নতুন গান পাচ্ছে না অনেক দিন

শিবলু: দেখুন, ‘সাদা সাদা কালা কালা’ আর ‘কথা কইয়ো না’সহ হাশিম মাহমুদের বেশ কয়েকটি গান দিয়ে শ্রোতারা আমাকে গায়ক হিসেবে চিনেছেন। হাশিম ভাই সুস্থ থাকলে হয়তো গানগুলো তিনিই গাইতেন। দুটি গানেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় কিছু। এর বাইরে গান যে আমি তেমন করছি তা না। বেঙ্গল সিম্ফনির হয়ে পারফর্ম করছি, তা–ও তা ব্যক্তি ইমন (চৌধুরী) ভাইয়ের কারণে। বলা যায় আমার ব্যস্ততা অভিনয় ঘিরেই।

হাশিম মাহমুদের সঙ্গে শিবলু
প্রশ্ন

গত ঈদে বেশ কিছু কাজে আপনাকে দেখা গেছে। কেমন সাড়া পেয়েছেন?

শিবলু: ‘জিম্মি’, ‘হাউ সুইট’ ছাড়াও জংলি সিনেমায় অভিনয় করেছি। অবশ্য ‘জংলি’তে আমার উপস্থিতি কম, হয়তো নির্মাতা এই চরিত্রকে এভাবেই ভেবেছেন। আর ‘জিম্মি ও ‘হাউ সুইট’ নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। অনেকে ফোন করে বা দেখা হলে এ দুটো নিয়ে কথা বলেছে। ‘হাউ সুইট’–এ যদিও আমার চরিত্রটা অনেকটা পরিচিত, এমন চরিত্র করা হয়েছে আগেও; কিন্তু পর্দায় অনেক সময় পেয়েছি। এর জন্য নির্মাতা (কাজল আরেফিন) অমি ভাইসহ পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। কথা যখন উঠেছে, বলে রাখি, এর মধ্যে কিছু বিজ্ঞাপনেও কাজ করেছি। সেগুলোও বেশ সাড়া ফেলেছে আমার অংশগ্রহণ।

প্রশ্ন

গান নাকি অভিনয়? কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন?

শিবলু: অভিনয় করছি, গান করছি। কোনোটাকেই এগিয়ে বা পিছিয়ে রাখতে চাই না। সমান্তরালভাবেই এগোতে চাই। যখন যেখানে কাজের সুযোগ পাচ্ছি, শতভাগ দেওয়ার চেষ্টা করি। তবে অভিনয় আর গান হচ্ছে, কিন্তু এর বাইরে নির্মাণে আসার খুব ইচ্ছা ছিল, সাহস হয়ে ওঠেনি।

এরফান মৃধা শিবলু
প্রশ্ন

সাহসের ঘাটতি কোন জায়গায়?

শিবলু: সহকারী পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। অবশ্যই অনেকের মতো স্বপ্ন ছিল একদিন নির্দেশনা দেব। বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়েছি। কারও সঙ্গে বিশ্বাস ভঙ্গ হোক—এমন পরিস্থিতির মধ্যে যেতে চাইনি। মনে করি গান আর অভিনয় অনেকটা একক বিষয়, কিন্তু নির্মাণ ভিন্ন জিনিস। এটা একটা টিমওয়ার্ক, লগ্নিকারক বা প্রযোজকের সঙ্গে একটা কমিটমেন্টের বিষয় থাকে। ভয় পাই, নির্মাণ একটা দায়। তাই এখন পর্যন্ত সাহস হয়নি। ভবিষ্যতে দেখা যাক।

প্রশ্ন

সামনে কোন কোন কাজে দেখা যাবে?

শিবলু: সামনের ঈদের জন্য বেশ কিছু ছোট পর্দার কাজ করা হয়েছে। আর বড় কাজ বলতে অমি ভাইয়ের পরিচালনায় জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট ৫’–এর শুটিং শুরু করেছি। খুব শিগগির এটা আসছে। এর বাইরে আরও কিছু কাজের পরিকল্পনা ও মিটিং চলছে। এর মাঝে ওয়েব সিরিজ ও সিনেমাও আছে।