আফসোসে পুড়ছেন র‍্যাচেল

র‍্যাচেল ম্যাকঅ্যাডামস
ইনস্টাগ্রাম

একের পর এক হাতছাড়া হওয়া সিনেমার একটি তালিকা সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দিয়েছেন নিকোলাস হল্ট। এই তালিকায় আছে ‘দ্য ব্যাটম্যান’, ‘মিশন: ইমপসিবল’—‘ডেড রেকোনিংং পার্ট ওয়ান’ ও ‘টপ গান: ম্যাভেরিক’-এর মতো সিনেমা। তবে র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের কথা শুনলে কিছুটা দুঃখ নিকোলাস হল্ট হয়তো ভুলতে পারেন। কারণ, এই কানাডীয় অভিনেত্রীও জানিয়েছেন, দুই বছরের মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমা ছাড়ার ঘটনা।

র‍্যাচেল ম্যাকঅ্যাডামস ভ্যারাইটিকে জানান, মাত্র দুই বছর সময়সীমার মধ্যে তিনি ‘দ্য ডেভিল ওয়ারস প্রাদা’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘মিশন: ইমপসিবল থ্রি’, ‘আয়রন ম্যান’ ও ‘গেট স্মার্ট’-এর মতো সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন। ‘মিন গার্লস’, ‘দ্য নোটবুক’ দিয়ে হলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী তখন কানাডায় ফিরে গিয়েছিলেন।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো বক্স অফিসে হিট হয়, যার মধ্যে ব্লকবাস্টার ব্যবসা করে ‘জেমস বন্ড’ সিরিজের সিনেমা ‘ক্যাসিনো রয়্যাল’।

ছবিটিতে র‍্যাচেলের ফিরিয়ে দেওয়া চরিত্র করে আলোচিত হন ইভা গ্রিন। আলোচিত সিনেমাগুলো ফিরিয়ে দিয়ে এখন আফসোসে পুড়ছেন ৪৪ বছর বয়সী অভিনেত্রী, ‘পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারার জন্য নিজেকে দোষী মনে হয়। জানতাম, তখন আমি সৌভাগ্যের শিখরে ছিলাম।’ অভিনেত্রী জানান, প্রস্তাব পাওয়ার সময় তিনি হলিউড থেকে দুই বছরের বিরতি নিয়েছিলেন। তারপরও একের পর এক সিনেমাগুলো কীভাবে ফিরিয়েছেন, তা নিয়ে এখনো ভাবেন র‍্যাচেল।

নতুন সিনেমা ‘আর ইউ দেয়ার গড? ইটস মি, মারগারেট’-এর প্রচারে এখন ব্যস্ত র‍্যাচেল ম্যাকঅ্যাডামস। কমেডি ড্রামা ছবিটি তৈরি হয়েছে ১৯৭০ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে। কেলি ফ্রিমন ক্রেইগ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২৮ এপ্রিল।