সম্মানসূচক অস্কার পাচ্ছেন অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ; কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এ ছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন পাচ্ছেন জিন হারশল্ট মানবিকতা পুরস্কার। ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে।
‘চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে চার কিংবদন্তি শিল্পীকে সম্মান জানানো হবে, চলচ্চিত্রে যাঁরা গভীর ছাপ রেখেছেন’—এক বিবৃতিতে বলেন একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং। তিনি আরও বলেন, ‘ডেবি অ্যালেন এমন একজন কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্ম থেকে প্রজন্মে মুগ্ধতা ছড়িয়েছে। টম ক্রুজ আমাদের সিনেমাশিল্প, প্রেক্ষাগৃহ এবং স্টান্টশিল্পীদের অনুপ্রাণিত করেছেন। মানবিক কাজে ডলি পার্টনের নিবেদন তাঁকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারের যোগ্য করে তুলেছে। আর উইন থমাস তাঁর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার মাধ্যমে বহু সিনেমাকে স্মরণীয় করে তুলেছেন।’
টম ক্রুজ: প্রেক্ষাগৃহের জাদুকর
টম ক্রুজ হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল তারকাদের একজন। প্রেক্ষাগৃহে সিনেমা দেখার গুরুত্ব নিয়ে বরাবরই তিনি সরব। কোভিডের সময় প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে তাঁর টপ গান: ম্যাভেরিক বড় ভূমিকা রাখে; প্রযোজক হিসেবে সিনেমাটির জন্য সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পান তিনি।
নিজের স্টান্ট নিজেই করা ক্রুজ তিনবার অস্কারে মনোনীত হয়েছেন—‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘জেরি ম্যাগুয়ের ও ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য। তাঁর অন্য আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘রিস্কি বিজনেস’, ‘আ ফিউ গুড মেন’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আইজ ওয়াইড শাট’, ‘ভ্যানিলা স্কাই’ ও ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।
ডেবি অ্যালেন: নাচের পথপ্রদর্শক
চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও পর্দায় নিজস্ব ছাপ রেখে চলেছেন ডেবি অ্যালেন। সাতবার একাডেমি অ্যাওয়ার্ডসের কোরিওগ্রাফি করেছেন তিনি। কাজ করেছেন ‘ফরগেট প্যারিস’, ‘আ জ্যাজম্যানস ব্লুজ’ ও ‘দ্য সিক্স ট্রিপল এইট’-এর মতো ছবিতে। প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন ‘অ্যামিস্টাড’ ও আ স্টার ফর রোজ’-এ। অভিনেত্রী হিসেবে ‘ফেম’, ‘র্যাগটাইম’ ও ‘জো জো ড্যান্সার’, ‘ইয়োর লাইফ ইজ কলিং’ ছবিতে প্রশংসিত হন তিনি।
উইন থমাস: শৈল্পিক নির্মাণের প্রেরণা
প্রভাবশালী কৃষ্ণাঙ্গ প্রোডাকশন ডিজাইনার হিসেবে উইন থমাস কাজ শুরু করেন স্পাইক লির শি’জ গটা হ্যাভ ইট দিয়ে। এরপর ‘ডু দ্য রাইট থিং’, ‘ম্যালকম এক্স’ ও ‘ডা ফাইভ ব্লাডস’-এর মতো ছবিতে কাজ করেন। তাঁর নন্দিত কাজের তালিকায় আরও রয়েছে রন হাওয়ার্ডের ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘সিন্ডারেলা ম্যান’ ও অস্কার মনোনীত ‘হিডেন ফিগারস’।
ডলি পার্টন: মানবিকতার প্রতিচ্ছবি
দাতব্য কাজের স্বীকৃতি হিসেবে ডলি পার্টন পাচ্ছেন জিন হারশল্ট মানবিকতা পুরস্কার। ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর, প্রকাশিত হয়েছে ৪৯টি স্টুডিও অ্যালবাম। অভিনয় করেছেন ‘নাইন টু ফাইভ’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো জনপ্রিয় সিনেমায়। তিনি দুবার অস্কার মনোনয়ন পেয়েছেন সেরা মৌলিক গানের জন্য।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত তাঁর ফাউন্ডেশন, বিশেষ করে শিক্ষা খাতে কাজ করে আসছে। ১৯৯৫ সালে চালু করা ‘ইমাজিনেশন লাইব্রেরি’ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ২৮ কোটির বেশি বই বিতরণ করা হয়েছে সারা বিশ্বে।
তথ্যসূত্র: ভ্যারাইটি