তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘জেমস বন্ড’ সিনেমার জন্য। সিনেমাটিতে খল চরিত্রে ক্যারিশমাটিক অভিনয়ের জন্য ভক্তদের কাছে আলাদা করে পরিচিতি পান। এই চরিত্রের জন্য কখনো তাঁকে শুনতে হয়েছে ‘ভয়ংকর ভিলেন’ উপাধি। সেই আলোচিত অভিনেত্রী ফামকে ইয়ানসেনের আজ জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে দেখে নিতে পারেন জানা–অজানা বিষয়গুলো।
