অর্ণব
অর্ণব

অবশেষে অর্ণবের নতুন অ্যালবাম

গানের সঙ্গেই ছিলেন অর্ণব। কোক স্টুডিও বাংলায় নিয়মিত পাওয়া গেছে তাঁর কাজ। তবে একক গানে গরহাজির ছিলেন। অ্যালবাম কবে আসবে? ঘুরেফিরে এই প্রশ্নই তুলতেন অনুরাগীরা। অর্ণব বরাবরই বলতেন, একটা কিছু করছেন। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা; অপেক্ষার পালা ফুরাল।

এক দশক পর পূর্ণাঙ্গ কোনো মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব। ৩০ অক্টোবর ভাল্লাগেনা শিরোনামে অ্যালবামটি প্রকাশ করবে অর্ণবের নিজস্ব রেকর্ড লেবেল ‘আধখানা মিউজিক’। এদিন বিকেলে বনানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে। এই আয়োজনে অ্যালবামটির প্রথম গান প্রকাশিত হবে।

এক দশক পর পূর্ণাঙ্গ কোনো মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আধখানা মিউজিক জানিয়েছে, অ্যালবামে মোট আটটি গান থাকবে। এর মধ্যে কয়েকটি গান স্বনামধন্য কবির কবিতার অনুপ্রেরণায় তৈরি। বাকি গানগুলো অর্ণব ও তাঁর গীতিকার বন্ধুদের লেখা। আটটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

অর্ণব বলেন, ‘১০ বছর পর নতুন অ্যালবাম আসছে। ভেতরে ভেতরে আমি ভীষণ উচ্ছ্বসিত কাজটা নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল কবিতা নিয়ে কাজ কোর। সঙ্গে আরও আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গান। আশা করছি সবার ভালোই লাগবে।’

আটটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব

অ্যালবামের গানগুলো অর্ণবের অফিশিয়াল স্পটিফাই চ্যানেলে প্রকাশিত হবে। কয়েকটি গানের ভিডিও চিত্রও প্রকাশিত হবে। অর্ণবের সর্বশেষ পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম খুব ডুব প্রকাশিত হয় ২০১৫ সালে। এরপর আরও দুটি অ্যালবাম—অন্ধ শহর ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২ প্রকাশিত হয়েছে। অ্যালবাম দুটির একটি রিমেক, আরেকটিতে পুরোনো গানও রয়েছে।

অর্ণবের সর্বশেষ পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম খুব ডুব প্রকাশিত হয় ২০১৫ সালে

খুব ডুব–এর আগে প্রকাশিত অর্ণবের অ্যালবামগুলো হলো চাইনা ভাবিস, হোক কলরব, ডুব, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ, রোদ বলেছে হবে ও আধেক ঘুমে।