Thank you for trying Sticky AMP!!

একসঙ্গে ‘আজও প্রতি রাত জেগে থাকি’র ইমন ও ‘নয়া দামান’ এর তসিবা

মিউজিক ভিডিওতে ইমন খান ও তসিবা। ছবি: ইমনের সৌজন্যে

বেশ কয়েক বছর আগের কথা। ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ইমন খান। তার বেশ কয়েক বছর পর ‘নয়া দামান’ গেয়ে আলোচনায় আসেন তসিবা বেগম। দুই শিল্পীর মধ্যে একটা জায়গায় মিল, তাঁরা দুজন মফস্‌সল থেকে নিজ চেষ্টায় গান করছেন। গান দিয়ে দর্শকদের কাছে পৌঁছানোর গল্পেও মিল রয়েছে।

গান করার সুযোগের জন্য দিনের পর দিন ঘুরতে হয়েছে। বছরের পর বছরের চেষ্টায় তাঁরা সংগীত অঙ্গনে এখন নিয়মিত গান করে যাচ্ছেন। তাঁরা দিলেন নতুন খবর। এবার এই সংগীতশিল্পীদের একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে দেখা যাবে। গানের মিউজিক ভিডিওতেও তাঁরা অংশ নিয়েছেন।

মিউজিক ভিডিওতে ইমন খান ও তসিবা। ছবি: ইমনের সৌজন্যে

‘নয়া দামান’ গানের পর তসিবার অনেক প্রশংসা শুনেছিলেন ইমন খান। গানটিও তাঁর ভালো লাগে। পরে একটি রেকর্ডিং স্টুডিওতে তাঁদের দেখা হয়। কথা হতো প্রায়ই। তাঁরা চাইতেন দ্বৈত গান করবেন। কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছিল না। অবশেষে তাঁরা কণ্ঠ দিলেন। ইমন খান বলেন, ‘তসিবা যেমন গান করে, তেমনি মানুষ হিসেবেও অমায়িক। গানের ক্ষেত্রে আমাদের দুজনের পছন্দের জায়গাটা এক। রেকর্ডিং বা মিউজিক ভিডিওর সময় এমন হয়েছে আমি কোনো এটি কারেকশন করার কথা ভাবছি, দেখা গেল তসিবাও সেটাই ভাবছে। দর্শক শিগগিরই আমাদের আরও গানে দেখতে পারবেন।’

গায়িকা তসিবা। ছবি: তসিবার সৌজন্যে

অনেক আগেই ইমনের গান শুনেছেন তসিবা। তাঁর সঙ্গে এবার গান করে আনন্দিত এই গায়িকা। তসিবা বলেন, ‘ইমন ভাই অনেক ভালো গান করে। আমাদের দুজনের আলাদা শ্রোতা রয়েছে। তাদের কাছে গানটি পৌঁছাবে আশা করছি।’ ইমনের গান শুনেছেন কিনা জানতে চাইলে তসিবা বলেন,‘তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ইমন ভাইয়ের ‘আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি শুনেছি।’

ইমন ও তসিবার দ্বৈত ‘বিনোদিনী রাই’ গানটির কথা, সুর ও সংগীত করেছেন প্লাবন কোরেশী।

সংগীতশিল্পী ইমন খান। ছবি: ফেসবুক থেকে