কানের লালগালিচায় ইরিনা শায়াক। এএফপি
কানের লালগালিচায় ইরিনা শায়াক। এএফপি

রোনালদোর সাবেক প্রেমিকা, কানের লালগালিচায় আরও যাঁরা ছিলেন

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। লালগালিচায় তারকাদের উপস্থিতি, সিনেমার প্রিমিয়ার মিলিয়ে প্রথম দিনই জমজমাট উৎসব। কারা হাজির হলেন লালগালিচায়? এএফপি, ভ্যারাইটি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়াককে পাওয়া গেল লালগালিচায়, তিনি এসেছিলেন ‘বাই বাই’ সিনেমার প্রিমিয়ারে। এএফপি
লালগালিচায় সুপারমডেল বেলা হাদিদ। এএফপি
এবার কানের মূল প্রতিযোগিতা বিভাগের অন্যতম বিচারক হ্যালি বেরি। উদ্বোধনী দিনে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন তিনি। এএফপি
একসঙ্গে কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকেরা। এএফপি
এবার কানে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ। গতকাল উদ্বোধনী আসরে তিনি গাজায় নিহত আলোকচিত্রী ফাতিমা হাসুনার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘তাঁর আজ রাতে আমাদের সঙ্গে থাকার কথা ছিল।’এএফপি
লালগালিচায় মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। এএফপি
এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার। গতকাল লালগালিচায় আলোকচিত্রীদের উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছেন তিনি। এএফপি
গতকাল রাতে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অভিনেতা রবার্ট ডি নিরোকে। এএফপি
নিরোর হাতে স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এএফপি
লালগালিচায় চীনা অভিনেত্রী ফ্লোরা দাই। এএফপি
আলোচিত জার্মান মডেল হেইডি ক্লাম। এএফপি
দুবাইভিত্তিক ইনফ্লুয়েন্সার ফারহানা বদিকেও পাওয়া গেল কানের উদ্বোধনী আয়োজনে। এএফপি
লালগালিচায় পাওয়া গেল নন্দিত মার্কিন নির্মাতা-প্রযোজক কোয়েন্টিন টারান্টিনোকে। এএফপি