লালগালিচায় সুপারমডেল বেলা হাদিদ। এএফপি এবার কানের মূল প্রতিযোগিতা বিভাগের অন্যতম বিচারক হ্যালি বেরি। উদ্বোধনী দিনে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন তিনি। এএফপি
বিজ্ঞাপন
একসঙ্গে কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকেরা। এএফপিএবার কানে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ। গতকাল উদ্বোধনী আসরে তিনি গাজায় নিহত আলোকচিত্রী ফাতিমা হাসুনার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘তাঁর আজ রাতে আমাদের সঙ্গে থাকার কথা ছিল।’এএফপি