Thank you for trying Sticky AMP!!

তিন সরকারি ব্যাংক নেবে ৭৫ সহকারী প্রোগ্রামার

বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৭৫ সহকারী প্রোগ্রামার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংকে ৪৩, রূপালী ব্যাংকে ২৮ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪ জন সহকারী প্রোগ্রামার নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। চাকরি পাওয়ার পর সরকারি বেতনকাঠামোর নবম স্কেলে বেতন (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।