খানবাড়িতে কেমন হলো কাপুরদের দীপাবলি

হোস্ট সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাই এ বছর পতৌদি–বাড়িতেই বসেছিল কাপুর খানদানদের আলোর উৎসবের পারিবারিক আসর। সাইফ আলী খান, তথা কারিনা কাপুরদের পারিবারিক দীপাবলির পার্টিতে অংশ নেন আলিয়া ভাট, রণবীর কাপুরের মা নীতু কাপুর, কারিশমা কাপুর, সোহা আলী খান, আদর জৈনসহ আরও অনেকে। ছবিতে দেখে নেওয়া যাক।

সাইফ-কারিনার বাড়িতে তারার মেলা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জমকালো শাড়ি আর কোটিতে দেখা দেন আলিয়া।
কারিনার ফ্যাশন বরাবরই সমাদৃত। ছাইরঙা এই লেহেঙ্গাও মন কেড়েছে ফ্যাশনবোদ্ধাদের।
কারিনার এই লুক সম্পর্কে অনেকেই বলেছেন, অন্য কেউ এই ছাইরঙা সাদামাটা লেহেঙ্গা এত সুন্দর করে ‘ক্যারি’ করতে পারত কি না সন্দেহ!
ননদ-ভাবি সোহা আলী খান ও কারিনা কাপুর, কে বলবে একজনের বয়স ৪৭ আর আরেকজনের ৪৫!
সোহা ও সাইফ দুজনই মিলিয়ে পরেছেন একরঙা সিঁদুর–লাল পোশাক।
কন্যা ইনায়ার সঙ্গে সোহা।
কারিনা কাপুর ও আলিয়া ভাট
‘কাপুরস অ্যান্ড খানস’