অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া।
আপনি যেন ব্যস্ত শহরের মোড়ে দাঁড়িয়ে আছেন; চারপাশে ভিড়, যানবাহনের হর্ন, ভীষণ ব্যস্ততা। অফিস বা ব্যবসার জায়গায় কেউ আপনাকে নতুন দায়িত্ব দিয়ে বলবে, ‘তুমি ছাড়া আর কে পারবে?’ আর আপনি সাহসের সঙ্গে সেটি হাতে তুলে নেবেন। তবে একটাই শর্ত, নিজের ইগো যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, কাজগুলো একদম মসৃণ হবে। ঘরে ছোটখাটো মতবিরোধ তৈরি হতে পারে, বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে। তাই শান্তভাবে কথা বলুন। বন্ধু বা সহকর্মীরা এ সপ্তাহে আপনার জন্য বড় ভরসা হয়ে উঠতে পারে। হয়তো ব্যস্ততার ভিড়ে একটা ছোট্ট সৌজন্যমূলক ফোন বা মেসেজ পাঠালেন, ‘কেমন আছ?’ আর সেটাই অজান্তে সম্পর্ককে আগের চেয়ে আরও দৃঢ় করে তুলবে। মনে রাখবেন, সব সম্পর্কের ভিত শক্ত করার জন্য বড় কিছু করতে হয় না; বরং ছোট ছোট যত্নই আসল সেতু তৈরি করে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আপনার কর্মজীবন এ সপ্তাহে একধাপ এগিয়ে যাবে।
আপনি এমন একজন, যিনি স্থির, ধৈর্যশীল এবং সবকিছুতেই একটা নিরাপদ ছন্দ পছন্দ করেন। এ সপ্তাহে আপনার সেই স্বভাবই কাজের জায়গায় আপনাকে উজ্জ্বল করে তুলবে। সহকর্মীরা দেখবেন, আপনি অকারণ হইচই করেন না, বরং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজে দেন। তাই অনেকেই আপনার পরামর্শ চাইবেন আর আপনার কথা গুরুত্ব পাবে। অফিসের টিমওয়ার্কে আপনি হবেন সেই দৃঢ় হাত, যে দলকে একসঙ্গে বেঁধে রাখে। আর সেটাই এনে দেবে ভালো ফল। কিন্তু ঘরের পরিবেশে ঠিক যেন উল্টো। কেউ কেউ হয়তো মনে করবেন যে আপনি তাঁদের কথা শুনছেন না বা বুঝছেন না। হয়তো আপনি কিছু বললেন, কিন্তু সেটি সবার কাছে গ্রহণযোগ্য হলো না। এখানেই আপনার ধৈর্যের পরীক্ষা। চুপচাপ না থেকে ধীরে, শান্তভাবে নিজের মত প্রকাশ করলেই অনেক ঝামেলা এড়ানো যাবে।
আপনি কথা বলতে ভালোবাসেন। মানুষের সঙ্গে মিশে থাকতে, হাসি-ঠাট্টা করতে আপনার জুড়ি নেই। আর এ সপ্তাহেও আপনার চারপাশে মানুষের ভিড় লেগে থাকবে। বন্ধু, আত্মীয়, সহকর্মী—সবাই আপনাকে ঘিরে থাকবেন। আপনার মিষ্টি কথাবার্তা, বুদ্ধিদীপ্ত রসবোধ আর তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা বিভিন্ন সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলবে। তবে মিথুনদের একটি স্বভাব আছে, একবার গতি পেলে তাঁরা থামতে জানেন না। আপনি হয়তো গল্প করতে করতে এমন কিছু বলে ফেলবেন, যা পরে ভুল–বোঝাবুঝি তৈরি করবে। তাই এ সপ্তাহে সবচেয়ে বড় শিক্ষা হলো, কথা বলার পাশাপাশি শোনার অভ্যাস করুন। মানুষ চায়, তার কথা শোনা হোক। আপনি যদি সেটি করতে পারেন, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। পরিবারে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা, হতে পারে সম্পত্তি, দায়িত্ব বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে—সেগুলো মনোযোগ দিয়ে শুনুন।
পরিবার আপনার জীবনের কেন্দ্রবিন্দু। প্রিয়জনদের সুখ-দুঃখ, হাসি-কান্না আপনার মনের সঙ্গে বাঁধা। আর এ সপ্তাহে সেই আবেগ আরও স্পষ্ট হয়ে উঠবে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইবেন, হয়তো নীরবে অপেক্ষা করবেন যে আপনি তাঁদের পাশে বসবেন, তাঁদের কথা শুনবেন। কর্কটদের একটি গুণ আছে, তাঁরা অন্যদের যত্ন নিতে ভালোবাসেন, কিন্তু নিজের অনুভূতি প্রকাশে করেন কুণ্ঠা বোধ। এ সপ্তাহে সেই জায়গায় একটু পরিবর্তন আনার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্কের দূরত্ব কমবে, আর আপনিও হালকা অনুভব করবেন। অফিস বা কাজের জায়গায় সহকর্মীরা সহযোগিতা করবেন, তবে নিজের দায়িত্বে কাউকে অন্ধবিশ্বাস করা ঠিক হবে না। হয়তো কেউ আপনার মতো যত্ন নিয়ে কাজটি করবে না। তাই নজর রাখুন, তবে পরিস্থিতি সামলান কাউকে দোষারোপ না করে।
সিংহরা স্বভাবগতভাবে উজ্জ্বল ও আত্মবিশ্বাসী। কিন্তু এ সপ্তাহে যেন আপনি নিজেকে একটু গুটিয়ে নিতে চাইবেন; চারপাশের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের ভেতরের কথাগুলো শুনতে চাইবেন। মনে হবে, ‘আমি কি ঠিক পথে আছি?’ কিংবা ‘আমাকে কি সবাই বুঝতে পারছে?’ তবে কাছের মানুষেরা আপনাকে চুপচাপ থাকতে দেবে না। পরিবার বা বন্ধুদের কারও উষ্ণ আমন্ত্রণ অথবা হঠাৎ কোনো গেট টুগেদার আপনাকে টেনে বের করে আনবে। সেই সব সময়ই আপনার ক্লান্ত মনটাকে স্বস্তি দেবে। অফিসে বা ব্যবসার জায়গায় সহকর্মীরা আপনার দক্ষতার ওপর আস্থা রাখবে। তাঁরা জানেন, চাপের সময় আপনিই নেতৃত্ব দিতে পারেন। তাই কাজের জায়গায় দায়িত্বশীল আচরণ সম্পর্কের ভিত্তিকে করবে আরও মজবুত। মনে রাখবেন, আপনার চারপাশের মানুষেরা আপনার উষ্ণতা আর আশ্বাসের ওপর নির্ভর করেন। তাই যতই ভেতরে ভেতরে গুটিয়ে যেতে ইচ্ছা হোক, ছোট্ট একটা হাসি, ছোট্ট একটা ফোনকল কিংবা একটি সৌজন্যমূলক কথা অনেক সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে।
আপনি পারফেকশনিস্ট, আপনার বিশ্লেষণক্ষমতাও অনন্য। এ সপ্তাহে সেই গুণ আপনার সম্পর্ককে শক্তিশালী করার মূল চাবিকাঠি হবে। কাজের জায়গায় আপনি হবেন সেই বুদ্ধিমান ও সাবধানী মানুষ, যাঁর পরামর্শ সবাই মেনে চলেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে; কারণ, আপনি শুধু নিজের কথা ভাবেন না, পুরো টিমের জন্য চিন্তা করেন। পরিবারে দায়িত্ব বাড়বে। আপনি সেটাকে চাপ হিসেবে নয়, ভালোবাসা হিসেবে গ্রহণ করুন। আপনার বন্ধুবান্ধবেরা আপনার পেশাদারত্ব আর ব্যক্তিত্বে মুগ্ধ হবেন, তাই সপ্তাহের মাঝামাঝি সময়ে তাঁদের সঙ্গে সময় কাটালে নতুন ভাবনা জাগবে। তবে অতিরিক্ত বিশ্লেষণে সম্পর্ককে কখনো জটিল করবেন না। সব সময় মনে রাখবেন, সম্পর্ক হলো বিশ্বাস আর সহজ যোগাযোগ। এ সপ্তাহে নিজের মনোযোগ শুধু কাজেই না দিয়ে, পরিবার ও বন্ধুদের জন্যও একটু সময় বরাদ্দ রাখুন। আর হ্যাঁ, নির্ভুল পরিকল্পনা ও বিশ্লেষণ আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
এ সপ্তাহে আপনি পাবলিক ইমেজ বা কাজের জায়গায় আপনার অবস্থান নিয়ে সচেতন থাকবেন। নিজের দক্ষতা প্রমাণ করার ভালো সময় এটা। তবে এর সঙ্গে আপনার দায়িত্ব বাড়বে। পরিবারে বয়োজ্যেষ্ঠদের কষ্ট বা সমস্যা সমাধানে আপনাকেই এগিয়ে আসতে হতে পারে। আপনাকে সময় দিতে হবে তাঁদের কথা শুনতে, পাশে থাকতে। সেই ছোট্ট মনোযোগ আপনার সম্পর্ককে আরও গভীর করবে। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রত্যাশা বেশি থাকবে, তাই সময় দিন। তবে মাঝেমধ্যে নিজের ইচ্ছা ও চাহিদাও প্রকাশ করতে ভুলবেন না। সম্পর্ক সব সময় দুই পক্ষের, তাই নিজের প্রয়োজনকে অগ্রাহ্য করলে অবসাদ আসতে পারে। ছোট ছোট সৌজন্য ও আন্তরিক কথাবার্তা আপনার চারপাশের সম্পর্ককে আরও উজ্জ্বল করবে। অর্থভাগ্য ভালো থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখুন; কারণ, সপ্তাহের শেষে হঠাৎ ব্যয় বাড়তে পারে।
আপনার ভেতরের গভীরতা আর একরোখা স্বভাব যেন এ সপ্তাহে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে পুরোনো কোনো টানাপোড়েন মিটে যেতে পারে, তবে তার চাবিকাঠি থাকবে খোলামেলা আলোচনায়। যতই শক্ত দেয়াল তুলে রাখুন না কেন, এবার সেই দেয়াল ভাঙতে পারলে সম্পর্কের আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কাজের জায়গায় হঠাৎ কোনো মতবিরোধ বা মনোমালিন্য দেখা দিলেও আপনি থাকবেন সেই ঠান্ডা মাথার সেতুবন্ধনকারী, যিনি সবাইকে একসুতোয় গেঁথে রাখেন। আপনার ধৈর্য আর বাস্তব দৃষ্টিভঙ্গি দলকে এগিয়ে নিয়ে যাবে, যদিও তা প্রকাশে আপনি খুব একটা ঢাকঢোল পেটাবেন না। বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা আর মনের খোলামেলা কথোপকথন হবে এ সপ্তাহের স্ট্রেস ডিটক্স। তবে মনে রাখবেন, আপনার আবেগ যদি তুফান হয়ে ওঠে, তা অনেক সময় সম্পর্কের নৌকাকে দুলিয়ে দিতে পারে। তাই আবেগকে এবার স্রোতের মতো প্রবাহিত করুন, কিন্তু বাঁধ যেন না ভাঙে! এ সপ্তাহে চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার দৃঢ়তা প্রশংসিত হবে।
আপনি স্বাধীনচেতা ও উদার মনের মানুষ, কিন্তু সম্পর্কের টানাপোড়েন কখনো কখনো আপনাকে ক্লান্ত করে দেয়। এ সপ্তাহে পরিবারের কারও সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে। আপনার স্পষ্টবাদিতা অনেক সময় মানুষকে অস্বস্তিতে ফেলে, তাই কথাবার্তায় একটু নরম হতে হবে। মনে রাখবেন, সবাই আপনার মতো খোলাখুলি সব কথা মেনে নিতে পারে না। অফিস বা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারশিপ বা সহযোগিতা আসতে পারে, সেটি ভালো ফল দেবে। অর্থনৈতিক দিক উন্নতির পথে, তবে পরিকল্পনা করে ব্যয় করা দরকার।
আপনি যদি নিজের ভেতরের সংশয় কাটিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন, তাহলে সম্পর্কের ভিত্তি মজবুত হবে। সহকর্মীরা আপনার উদ্যমী মনোভাব দেখে কাজের প্রতি আস্থা পাবে। আপনার সম্পর্কের জন্য এ সপ্তাহের মূলমন্ত্র হলো ধৈর্য ও বোঝাপড়া। আপনার সাহস আর উদারতা অন্যদের অনুপ্রাণিত করবে, আর সেই গুণের কারণেই অনেক পুরোনো দূরত্বও মিটে যেতে পারে।
আপনার ধৈর্য আর দায়িত্ববোধের জন্য পরিবার ও সহকর্মীরা আপনাকে ভরসা করবেন। অফিসে নতুন কোনো দায়িত্ব পেলে সহকর্মীদের সহযোগিতা জরুরি, না হলে চাপ বেড়ে যাবে। ঘরের পরিবেশ মোটামুটি ভালো থাকবে, তবে কোনো বয়োজ্যেষ্ঠের স্বাস্থ্য বা মানসিক অবস্থার খোঁজ নিন। পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আবার ঘনিষ্ঠ হতে পারে, অল্প সময়ের দেখাসাক্ষাৎ বা আলাপ অনেক দূরত্ব মিটিয়ে দিতে পারে। আপনার মকরসুলভ স্থিরতা আর সাংগঠনিক ক্ষমতা এ সপ্তাহে সম্পর্কের বড় শক্তি হবে। মনে রাখবেন, আপনার দৃঢ় ব্যক্তিত্বের আড়ালেই আছে গভীর যত্নশীল মন, সেটাই অন্যদের সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়। এ সপ্তাহে অর্থভাগ্য মোটামুটি, তবে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। প্রিয় মকর, নেতৃত্বে নতুন সুযোগ আসছে, প্রস্তুত থাকুন।
আপনি স্বভাবতই চিন্তাশীল, নতুনত্বপ্রিয় ও কিছুটা স্বাধীনচেতা। এ সপ্তাহে আপনার রুটিনে পরিবর্তন আসবে, আর সেটার প্রভাব পড়বে সম্পর্কের ওপরও। অফিসে বা কাজের জায়গায় আপনার আইডিয়া ও দক্ষতা সবাইকে মুগ্ধ করবে, তবে ছোটখাটো ভুলে যেন সহকর্মীরা বিরক্ত না হন, সেদিকে খেয়াল রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে বেশি বেশি কথা বলুন; কারণ, তাঁরা আপনার কাছ থেকে শুধু দায়িত্ব নয়, আবেগও আশা করেন। হয়তো কোনো পারিবারিক আলোচনায় আপনাকেই পথ দেখানোর মতো মনে করবেন তাঁরা। আপনার কুম্ভসুলভ দূরদৃষ্টি আর উদার মনোভাব এ সপ্তাহে সম্পর্কের শক্তি হবে। মনে রাখবেন, আপনি যখন অন্যদের কথা শোনেন আর প্রয়োজনের সময় পাশে দাঁড়ান, তখন মানুষ আপনার ভিন্নতা আর আন্তরিকতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়।
আপনার আবেগ ও যত্নশীলতা এ সপ্তাহে সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। পরিবারকে বেশি সময় দিন। ব্যস্ততা সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। অফিসে আপনার সৃজনশীল আইডিয়া সম্পর্ককে আরও দৃঢ় করবে। বন্ধুদের সঙ্গে দেখা বা আড্ডা আপনাকে নতুন শক্তি দেবে। মন দিয়ে পাশে থাকলেই সম্পর্কগুলো আরও নিরাপদ হয়ে উঠবে। এ সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো, শোনা আর সময় দেওয়া। ছোট্ট সৌজন্য, আন্তরিক একটি হাসি বা অপ্রত্যাশিত একটি খোঁজ নেওয়া অনেক সম্পর্কের শূন্যতা মেটাতে পারে। আপনার মীনসুলভ যত্ন ও গভীর অনুভূতি এ সপ্তাহে অন্যদের সঙ্গে সম্পর্ককে আলাদা করে তুলবে। মনে রাখবেন, আপনি যখন সত্যিকারের মন দিয়ে পাশে থাকেন, তখন মানুষ আপনার ওপর অটল আস্থা রাখে। এ সপ্তাহে সৃজনশীলতা কাজে লাগিয়ে আপনার পেশাগত ভাবমূর্তিকে উজ্জ্বল করুন।