‘চাইল্ডহুড ডার্লিংস’ বলতে যা বোঝায়, প্রাজক্তা কোলি ও বৃষঙ্ক খানাল যেন ঠিক তা–ই। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দুজনের পরিচয় ২০১১ সালের মার্চে, ব্লুবেরি মেসেঞ্জারে আলাপ। একই বছরের ২৯ অক্টোবর প্রথম দেখা। ১৪ বছর প্রেমের পর আজ ২৫ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে করতে চলেছেন এই জুটি। প্রি–ওয়েডিংয়ের ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
