কিছু কিছু প্রেম থাকে, যেসব ভক্তদের কাছে হয়ে ওঠে অমর। বাস্তবে হয়তো প্রেমিক-প্রেমিকার পথ দুই দিকে চলে গেছে বহু আগেই। তবে ভক্তরা মন থেকে মুছতে পারেননি তাঁদের ছবি। তেমনই এক জুটি হলিউডের রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁদের ছবিগুলো এখন কেবলই সুখস্মৃতি। সেসবে চোখ বোলাতে বোলাতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

লেখা: জিনাত শারমিন
সূত্র: ভ্যানিটি ফেয়ার ও ভ্যারাইটি