ভালোবাসা রং বদলাচ্ছে, সম্পর্কের অভিধানে যুক্ত হচ্ছে ‘সিচুয়েশনশিপ’ ও ‘ন্যানোশিপ’–এর মতো শব্দ। ঠিক এমন সময় অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল অ্যানিটা ও টিম। এই দুজন নতুন করে বুনলেন ভালোবাসার অন্য রকম গল্প। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আর কিছু নয়, ভালোবাসার জন্য হৃদয়টাই মুখ্য।

সূত্র: পিপল ম্যাগাজিন