Thank you for trying Sticky AMP!!

ন্যাশনাল জিওগ্রাফিকের ২০২৪ সালের ‘কুল লিস্ট’–এ সিকিমসহ যেসব ভ্রমণস্থান আছে

বিদেশ ভ্রমণের সঙ্গে ভিসা, বিমান টিকিট, ছুটিছাটাসহ নানা বিষয় জড়িয়ে থাকে। তাই ভ্রমণ পরিকল্পনা আঁটতে হয় হাতে সময় নিয়ে। ‘ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার’ ম্যাগাজিন হয়তো এই বিষয়টিই ভেবেছে। এরই মধ্যে ২০২৪ সালে ভ্রমণ করতে পারেন, বিশ্বের এমন আকর্ষণীয় ৩০টি গন্তব্য ও অভিজ্ঞতার নাম প্রকাশ করেছে ম্যাগাজিনটির যুক্তরাজ্য সংস্করণ। পশ্চিমা বিশ্বের পাঠকদের ভ্রমণরুচি মাথায় রেখে তালিকাটা করলে কি হবে, আপনার পছন্দের কোনো জায়গাও নিশ্চয় আছে। একনজরে দেখে নিন।

১. আলবেনীয় আল্পস, আলবেনিয়া

আলবেনীয় আল্পস

২. বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড

বেলফাস্ট

৩. ইমিলিয়া রোমাঙ্গা, ইতালি

ইমিলিয়া রোমাঙ্গা, ইতালি

৪. ট্রেনে ইউরোপ ভ্রমণ

ট্রেনে ইউরোপ ভ্রমণ

৫. গ্যালোওয়ে ও সাউদার্ন আয়ারশায়ার, স্কটল্যান্ড

গ্যালোওয়ে ও সাউদার্ন আয়ারশায়ার, স্কটল্যান্ড

৬. নর্ডল্যান্ড, নরওয়ে

নর্ডল্যান্ড, নরওয়ে

৭. নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ড

নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ড

৮. পম্পেই, ইতালি

পম্পেই, ইতালি

৯. সাইমা, ফিনল্যান্ড

সাইমা, ফিনল্যান্ড

১০. তার্তু, এস্তোনিয়া

তার্তু, এস্তোনিয়া

১১. ইউরো ২০২৪, জার্মানি

জার্মানির একটি ফুটবল স্টেডিয়াম

১২. ভাল্লেত্তা, মাল্টা

ভাল্লেত্তা, মাল্টা

১৩. ওয়েলসে হুইস্কি পান

ওয়েলস

১৪. ওয়াইল্ড আটলান্টিক ওয়ে, আয়ারল্যান্ড

ওয়াইল্ড আটলান্টিক ওয়ে

১৫. আতাকামা মরুভূমি, চিলি

আতাকামা মরুভূমি

১৬. লিমা, পেরু

পেরুর রাজধানী লিমা

১৭. নিউইয়র্ক অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে আছে স্ট্যাচু অব লিবার্টি

১৮. মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

আটলান্টিকের তীরে অবস্থিত মায়ামি

১৯. ডোমিনিকা

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডোমিনিকা

২০. নোভা স্কটিয়া, কানাডা

নোভা স্কটিয়া

২১. টেক্সাস, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের টেক্সাসও আছে ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলের কুল লিস্টে

২২. ইউকাতান উপদ্বীপ, মেক্সিকো

মেক্সিকোর অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থান এটি

২৩. ইবেরা ওয়েটল্যান্ড, আর্জেন্টিনা

ইবেরা ওয়েটল্যান্ড

২৪. আকাগেরা, রুয়ান্ডা

আকাগেরা জাতীয় উদ্যানে দেখা মেলে নানা জাতের প্রাণীর

২৫. আন্দ্রেফানা ড্রাই ফরেস্ট, মাদাগাস্কার

আন্দ্রেফানা ড্রাই ফরেস্ট

২৬. সিয়েরা লিয়ন

সিয়েরা লিয়নের উপকূলীয় এলাকায় অনেকে ঘুরতে যান

২৭. সিকিম, ভারত

সিকিমের ছাঙ্গু লেক

২৮. তাইনান, তাইওয়ান

তাইনান পর্যটকদের পছন্দের জায়গা

২৯. সিয়ান, চীন

চীনের শানশি প্রদেশের রাজধানী সিয়ান

৩০. ভিক্টোরিয়া রাজ্য, অস্ট্রেলিয়া

পাহাড়ের পাদদেশে সাগর ঘেঁষে আঁকাবাঁকা গ্রেট ওশান রোড