তেঁতুলিয়া ডাকবাংলোতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘অপরূপা পঞ্চগড়’ নামের আলোকচিত্র প্রদর্শনী। পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে তোলা ২৫টি ছবি এতে প্রদর্শিত হচ্ছে। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। এসব ছবিতে ধরা পড়েছে জেলার প্রকৃতি, স্থাপত্য, মানুষ আর দূরের হিমালয়ের রূপ। প্রদর্শনীটি চলবে ৫ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে দেখুন ১০টি ছবি।
