অপরূপ পঞ্চগড়ের ১০টি ছবি

তেঁতুলিয়া ডাকবাংলোতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘অপরূপা পঞ্চগড়’ নামের আলোকচিত্র প্রদর্শনী। পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে তোলা ২৫টি ছবি এতে প্রদর্শিত হচ্ছে। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। এসব ছবিতে ধরা পড়েছে জেলার প্রকৃতি, স্থাপত্য, মানুষ আর দূরের হিমালয়ের রূপ। প্রদর্শনীটি চলবে ৫ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে দেখুন ১০টি ছবি।

মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত মোগল আমলের স্থাপনা
মির্জাপুর শাহী মসজিদ
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছেন শ্রমিকেরা। পেছনে ভারতের দার্জিলিংয়ের পাহাড় সারি
গরু নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। তাঁকে ছাপিয়ে পেছনে চকচক করছে কাঞ্চনজঙ্ঘা চূড়া, শালবাহান, তেঁতুলিয়া
করতোয়ার চরে বীজতলা, পাশে নদীতে ভেসে আছে পাথর বহনের নৌকা
তেঁতুলিয়ায় হেমন্তের সকাল
পঞ্চগড় শহর আর দূরের কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের অন্যতম পর্যটনস্থান মহারাজার দিঘি
তেঁতুলিয়ার সমতল ভূমির চা-বাগান আর চা-বাড়ি
চিলাহাটির ছোট্ট গ্রাম, দেবীগঞ্জ
ভোরের কাঞ্চনজঙ্ঘা