আপনার ছোট সন্তানকে কখনো একা চলাচল করতে দেবেন না। বিশেষ করে বিদ্যালয় বা অন্য কোথাও বাচ্চাদের একা ছাড়া উচিত নয়। তাদের চলাচলের সময় অভিভাবকদের খুব সচেতন থাকা জরুরি। এমন কিছু অসাধু মানুষ বেরিয়েছে, যারা শিশুদের চেনা–পরিচিত আত্মীয়ের পরিচয় দিয়ে খেলনা, মজা, টাকা ইত্যাদির প্রলোভন দেখিয়ে শিশুদের কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে যাচ্ছে।
সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ভৈরবের স্থানীয় একটি বিদ্যালয়ের বাচ্চার সঙ্গে। বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে আসছিল নার্সারি পড়ুয়া একটি ছোট মেয়ে। আসার পথে একজন অপরিচিত লোক তাকে টাকার প্রলোভন ও আত্মীয় পরিচয় দিয়ে নিয়ে যায় তার কাছে থাকা কানের দুল। মেয়েটির মা জানান, অসুস্থ থাকার কারণে সেদিন মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারেননি, একাই ছেড়ে দিয়েছেন। পথে মেয়েটিকে একা পেয়ে কৌশলে নিয়ে যায় তার কাছে থাকা কানের দুল।
শিশুসন্তানদের নিরাপত্তার লক্ষ্যে অভিভাবকদের সচেতন থাকা খুবই জরুরি এবং আপনার সন্তানকেও এ ব্যাপারে সচেতন করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।
ফারিয়া ইসলাম
শিক্ষার্থী, জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ