গাঙচিলের ওড়াউড়ি

শীতের মিষ্টি রোদের মধ্যে খাদ্যের সন্ধানে কর্ণফুলী নদীতে ওড়াউড়ি করছে একঝাঁক গাঙচিল। বছরের প্রায় সময় এদের দেখা গেলেও শীতে নদীর পানি কম থাকায় তীরবর্তী স্থানে বেশি দেখা যায়। এর ইংরেজি নাম ‘Black headed gull’। সাগর ও নদীতে থাকা নৌযানের পেছনে খাবারের সন্ধানে দলবদ্ধভাবে উড়তে দেখা যায় এদের। পুরো শরীর ধবধবে সাদা মনে হলেও পাখার কিছু অংশ আর ঠোঁট কুচকুচে কালো হয়। শীতকালে নদীর পানি কম থাকায় গাঙচিলের মাছ শিকারে সুবিধা হয়। তাই কর্ণফুলী নদীর বেশ কিছু এলাকা এখন গাঙচিলের ডাকাডাকি ও ডানা ঝাপটানোর শব্দে মুখর। কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ঘাট এলাকায়।

নদীর পানিতে শান্ত হয়ে বসে আছে কয়েকটি গাঙচিল
নদীর পানিতে শান্ত হয়ে বসে আছে কয়েকটি গাঙচিল
নদীর তীরে খাবারের খোঁজে একঝাঁক গাঙচিল
শব্দ শুনে তীর থেকে উড়ে যাচ্ছে তারা
উড়ন্ত অবস্থায় দেখতে অনেকটা উড়োজাহাজের মতো মনে হয় এদের
খাবারের সন্ধানে নদীর পানিতে উড়ে বসছে ঝাঁক বেঁধে
কিছু স্থানে দেখা মেলে গাঙচিলের বিশাল আকারের ঝাঁক
নৌকা করে অনেকে দেখতে আসে গাঙচিলের এ ঝাঁক
ডানা মেলে পানিতে নামছে একটি চিল
খুনসুটিতে মেতেছে দুটি গাঙচিল
খাবারের খোঁজে একাও উড়ে বেড়ায় অনেক চিল
বসে থাকা চিলদের সঙ্গে যোগ দিতে উড়ে আসছে আরও কয়েকজন
ঘোলা পানিতে শিকার খুঁজছে আটটি চিল