মাঘ মাসের প্রথম দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বড় বিলে ঘটা করে উদ্যাপিত হয় ‘পলো বাওয়া উৎসব’। পলো ও জাল নিয়ে গ্রামের ছোট-বড় সবাই এদিন বিলে নেমে পড়েন মাছ ধরতে। গোয়াহরি গ্রামের বাসিন্দারাই মূলত এ উৎসবের আয়োজন করেন। গ্রামবাসী জানান, প্রায় ২০০ বছর ধরে এ উৎসব উদ্যাপিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী এ পলো বাওয়া উৎসব নিয়ে আজকের ছবির গল্প—