কাগজে-কলমে বসন্ত ঋতুরাজ হলেও মূলত পুষ্প উৎসবের ঋতু গ্রীষ্মকালকেও বলা যায়। এ মৌসুমে গাছে গাছে চটকদারি রঙের যে উন্মাদনা, তা অন্য ঋতুতে প্রায় অনুপস্থিত। এই গ্রীষ্মেই প্রকৃতি আয়োজন করেছে ফুলের জলসা। সত্যি, গ্রীষ্মের পুষ্পবীথির রং এতই আবেদনময়ী যে চোখ ফেরানো যায় না। এই রূপমাধুর্য এড়িয়ে যায় সাধ্য কার। এসব ফুল নিয়ে এবারের ছবির গল্প।