ঢাকায় গাছে গাছে ফুলের বাহার

কাগজে-কলমে বসন্ত ঋতুরাজ হলেও মূলত পুষ্প উৎসবের ঋতু গ্রীষ্মকালকেও বলা যায়। এ মৌসুমে গাছে গাছে চটকদারি রঙের যে উন্মাদনা, তা অন্য ঋতুতে প্রায় অনুপস্থিত। এই গ্রীষ্মেই প্রকৃতি আয়োজন করেছে ফুলের জলসা। সত্যি, গ্রীষ্মের পুষ্পবীথির রং এতই আবেদনময়ী যে চোখ ফেরানো যায় না। এই রূপমাধুর্য এড়িয়ে যায় সাধ্য কার। এসব ফুল নিয়ে এবারের ছবির গল্প।

ফার্মগেট–সংলগ্ন মণিপুরীপাড়া ও জাতীয় সংসদের মধ্যের সড়ক বিভাজকে মেট্রোরেল পিলারের নিচে সারি সারি চন্দ্রপ্রভা ফুল ফুটেছে
ছবি: জাহিদুল করিম
চন্দ্রিমা উদ্যান–সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে সারি সারি কৃষ্ণচূড়া ফুটেছে গাছে গাছে
জাতীয় সংসদের এল ডি হলের সামনে ফুটপাতজুড়ে ফুটে আছে সোনালু ফুল
মিরপুর রোডের সড়ক বিভাজকে বাগানবিলাস ফুলগুলো ঝুলে সড়ক ছুঁয়েছে কোথাও কোথাও
জাতীয় সংসদ ভবন এলাকায় ফুটেছে কনকচূড়া ফুল
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছে গাছে ফুটেছে জারুল ফুল
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিল ভবনের ভেতরে গাছ ভর্তি হয়ে ফুটেছে কাঠগোলাপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গাছ ভর্তি হয়ে ফুটেছে কুরচি ফুল
সড়ক বিভাজকে ফুটেছে রাধাচূড়া। মিরপুর ১৪ নম্বর এলাকায়
ফুটে আছে টগর ডাবল। ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায়