২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন। এ উপলক্ষে এর মধ্যেই নেওয়া হয়েছে প্রস্তুতি। বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলোতে। চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেলের লবি ও অন্যান্য স্থান সাজানো হচ্ছে বর্ণিল সাজে।