কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল নিকলীর দামপাড়া ইউনিয়নের দুটি গ্রামে নারীদের তৈরি তালপাতার হাতপাখায় ঘোরে সংসারের চাকা। প্রায় ৫৪ বছর ধরে টেকপাড়া ও বর্মণপাড়া গ্রামের নারীরা এ কাজের সঙ্গে জড়িত। গত কয়েক দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় তালপাতার হাতপাখার কদরও অনেক বেড়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এসব পাখা ৭০ থেকে ৭৫ টাকায় কিনে নিয়ে বেশি দামে বিক্রি করেন। সেই দুটি গ্রামের নারীদের তালপাতা দিয়ে তৈরি হাতপাখা নিয়ে ছবির গল্প