বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। এবার দেশে মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক–মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান, র্যালি, মানববন্ধন ও সভার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। দেশের খণ্ডচিত্র দিয়ে ছবির গল্প।
