হেমন্তের শেষে উত্তরের জনপদে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। জেঁকে বসছে শীত। কুয়াশার কারণে সকালের দিকে কাছের জিনিসও চোখে পড়ে না। দিনের বেলায়ও সড়ক-মহাসড়কে বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। তবে এমন শীতেও বসে নেই শ্রমজীবী মানুষেরা। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে তাঁদের বের হতে হয় জীবিকার সন্ধানে। এমন শীতের আবহে রংপুরের শহরতলির কিছু ছবি।