ময়ূর সাধারণত বর্ষাকালে ময়ূরীর সঙ্গে মিলনের জন্য দৃষ্টি আকর্ষণে পেখম মেলে। বর্ষা শুরু হতে এখনো অনেক দেরি। তারপরও আকাশে মেঘ দেখে আর যেন তর সইছে না ময়ূরটির। কিছুক্ষণ পরপর নিজের পেখম খুলে রাখছে সে। আর সেই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা। পেখমগুলোতে রয়েছে নীল, সবুজ ও সোনালি রঙের সমাবেশ। এগুলোতে অনেকটা চোখের মতো নকশা রয়েছে।