বিদায়ী বছরে প্রথম আলোয় প্রকাশিত আলোচিত যত ছবি

বাংলাদেশে ২০২৪ সালজুড়ে ঘটেছে আলোচিত নানা ঘটনা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান। এ অভ্যুত্থানের মুখে টানা প্রায় ১৬ বছরের শাসনের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এ ছাড়া ২০২৪ সালে ভয়াবহ সব অগ্নিকাণ্ড হয়েছে। ঝড়–বন্যা বাড়িয়েছে মানুষের দুর্ভোগ–ক্ষয়ক্ষতি। প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রভাবও পড়েছে বাংলাদেশে। এসব ঘটনায় বছরজুড়ে প্রথম আলোয় প্রকাশিত বেশ কিছু ছবি আলোচিত হয়েছে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক সেই ছবিগুলোর কয়েকটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভরত ছাত্র–জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা। শহীদুল্লাহ হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ জুলাই
 ছবি: সাজিদ হোসেন
আন্দোলনরত শিক্ষার্থীদের আটকের পর প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে বাধা দেন শিক্ষার্থী নুসরাত জাহান। হাইকোর্টের সামনে, ঢাকা, ৩১ জুলাই
আন্দোলনের সময় পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মডার্ন মোড়, রংপুর, ১৬ জুলাই
বিক্ষুব্ধ ছাত্র–জনতার দিকে বন্দুক তাক করে পুলিশের গুলি। শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা, ২০ জুলাই
রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষের এক পর্যায়ে দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ঢাকা, ৪ আগস্ট
আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করার পর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে বিক্ষুব্ধ জনতা। ঢাকা, ৫ আগস্ট
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভবন ঘিরে জনতার উল্লাস। ঢাকা, ৫ আগস্ট
আকস্মিক বৃষ্টি ও বন্যার পানিতে ডুবে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক এলাকা। আটকে পড়ে বহু যানবাহন। পানির স্রোত থেকে বাঁচতে দড়ি ধরে মহাসড়ক পার হয়ে নিরাপদ স্থানের দিকে যাওয়ার চেষ্টা করেন সাধারণ মানুষ। লালপোল এলাকা, ফেনী, ২২ আগস্ট
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় বেনাপোল এক্সপ্রেসের তিনটি বগি। গোপীবাগ, ঢাকা, ৫ জানুয়ারি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করে ঢলের পানি। নয়াখেল এলাকা, সিলেট, ৩১ মে
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগার পর সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা, ১ মার্চ
সদ্য ডিম ফুটে বের হওয়া ছানাদের খাবার খাওয়াচ্ছে মা ও বাবা দুধরাজ পাখি। দুধরাজ মূলত পুরুষ পাখিটি। স্ত্রী পাখিকে ডাকা হয় দুধরানি নামে। খয়েরসুতি এলাকা, সদর উপজেলা, পাবনা, ১৮ মে
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে আসেন অনেকে। তাঁদের মধ্যে ছিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, সেনাসদস্য ও সরকারি কর্মকর্তারা। থাইংখালী বাজার, উখিয়া, কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি
গুমের শিকার বাবা সোহেলের ছবি হাতে মানববন্ধনে শিশু সাফা। এ সময় কথা বলতে গিয়ে তার দুই চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৩১ আগস্ট
বাংলাদেশে শুধু পঞ্চগড় থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর—প্রতিবছর এ সময়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া উপজেলা থেকে। তবে কুয়াশার কারণে এ বছর খুব স্বল্প পরিসরে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়, ১১ অক্টোবর
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে সরবরাহকারীর কাছ থেকে আগে টোকেন সংগ্রহ করেন সীমিত আয়ের মানুষেরা। যাঁরা টোকেন পাবেন, তাঁরাই মূলত পণ্য কিনতে পারবেন। পণ্যের তুলনায় মানুষ বেশি হওয়ায় এমন ব্যবস্থা। মিরপুর ৬ নম্বর, ঢাকা, ৭ নভেম্বর
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ২৬ ডিসেম্বর, ঢাকা