বাংলাদেশে ২০২৪ সালজুড়ে ঘটেছে আলোচিত নানা ঘটনা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান। এ অভ্যুত্থানের মুখে টানা প্রায় ১৬ বছরের শাসনের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এ ছাড়া ২০২৪ সালে ভয়াবহ সব অগ্নিকাণ্ড হয়েছে। ঝড়–বন্যা বাড়িয়েছে মানুষের দুর্ভোগ–ক্ষয়ক্ষতি। প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রভাবও পড়েছে বাংলাদেশে। এসব ঘটনায় বছরজুড়ে প্রথম আলোয় প্রকাশিত বেশ কিছু ছবি আলোচিত হয়েছে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক সেই ছবিগুলোর কয়েকটি।