শিমুলগাছে এখন তুলার ছড়াছড়ি। শিমুলের ফল ফেটে বের হচ্ছে তুলা। তবে এই তুলার কদর এখন আর আগের মতো নেই। শৌখিন মানুষেরা নিজেদের বালিশ বানানোর জন্য এই তুলা সংগ্রহ করেন। কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর বাঁধে রয়েছে প্রচুর শিমুলগাছ। ছবিগুলো সম্প্রতি তোলা।
সবুজ পাতার নিচে থোকায় থোকায় শিমুলের তুলা।
বিজ্ঞাপন
এক ডালে চারটি তুলা ফেটে আছে।
বিজ্ঞাপন
বাতাসে চারদিকে উড়ছে শিমুলের তুলা।শিমুলের তুলা।চারদিকে সবুজ নতুন পাতার ফাঁকে শিমুলের তুলা।শিমুলের তুলা তুলতে ব্যস্ত এক কিশোরী।