বসন্ত রাস উৎসব

ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব উপলক্ষে সিলেটে চার দিনব্যাপী কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এ আয়োজন শেষে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ‘বসন্ত রাস উৎসব’। যৌথভাবে এ আয়োজন করে ভারতের মণিপুরের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন ও বাংলাদেশের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা) সিলেট। দুই দেশের মণিপুরি শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে রাসনৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করে সিলেট সিটি করপোরেশন। ছবিগুলো শনিবার মধ্যরাতে সিলেট নগরের মণিপুরি রাজবাড়ির শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মণ্ডপ থেকে তোলা

শুরু হলো ‘ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব’
শুরু হলো ‘ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব’
এর আগে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়
শুরুতে পুরুষেরা নিজস্ব সংস্কৃতিতে শুরু করেন বসন্ত রাস উৎসব
নৃত্য পরিবেশন করছেন একজন
দলীয় নৃত্যের আগে একক নৃত্য পরিবেশন করছেন আরেকজন
কৃষ্ণের সাজে নাচছে এক শিশু
মণিপুরি শিল্পীদের দলীয় নৃত্য
নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে রাসনৃত্য করছেন শিল্পীরা
রাধা-কৃষ্ণের সাজে দুজন
এমন বিশেষ পোশাক পরে রাসনৃত্য হয়
নানান সাজে সেজেছেন শিল্পীরা
রাসনৃত্যে মগ্ন এক শিল্পী
দলীয় নৃত্যে মণিপুরি শিল্পীরা
ঢোল, তবলা ও গানের সঙ্গে রাতভর হয়েছে রাসনৃত্য