গাছ ভরা ছাতিম ফুল

হেমন্তের শুরু থেকেই ফুটতে শুরু করে ছাতিম ফুল। শহর কিংবা গ্রামে পথের ধারে ফুটে থাকা ছাতিম ফুল সৌরভ ছড়ায়। গাছজুড়ে থোকায় থোকায় ধরে ছাতিম ফুল। মধু খেতে আসে মৌমাছি-প্রজাপতি। ছাতিম ফুলের সৌন্দর্যের ছবিগুলো সিলেটের কিনব্রিজ এলাকা থেকে তোলা।

গাছ ভরা ছাতিম ফুল
গাছ ভরা ছাতিম ফুল
চলতি পথে দেখা মেলে ছাতিম ফুলের
ছোট গাছের ডালপালা নুয়ে পড়েছে ছাতিম ফুলে
ফুলে এসেছে মৌমাছি
ফুলে ভ্রমরের গুঞ্জন
ফুলে এসেছে রঙিন প্রজাপতি
এবার ডানা মেলে বসেছে প্রজাপতি
ছাতিম ফুলে বাহারি প্রজাপতি
গাছের নিচে পড়ে আছে ছাতিম ফুল