ভোটের প্রচার শুরু করলেন তারেক রহমান

‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভা করেন তিনি। সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন ছয় জেলার আরও ছয় স্থানে আয়োজিত নির্বাচনী সভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।  

জনসভায় উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ছবি: আনিস মাহমুদ
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
জনসভা মঞ্চ থেকে হাত তুলে নেতা–কর্মীদের অভিবাদন জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, পাশে স্ত্রী জুবাইদা রহমানসহ নেতারা
জনসভার মঞ্চ থেকে নেতা–কর্মীদের সঙ্গে হাত মেলান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো ফেস্টুন–ব্যানার। শেরপুর চত্বর, মৌলভীবাজার, ২২ জানুয়ারি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তোরণ নির্মাণ করা হয়। কুট্টাপাড়া খেলার মাঠ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সিলেটের দক্ষিণ সুরমার শ্বশুরবাড়িতে বুধবার গভীর রাতে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান