Thank you for trying Sticky AMP!!

সিলেটে শীতের সকাল

সিলেটে মৌসুমের শুরুর দিকে তেমন অনুভূত না হলেও পৌষের শেষ সময়ে বেড়েছে শীতের দাপট। কয়েক দিনে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। শহর-গ্রামে পড়ছে ঘন কুয়াশা। শীত বাড়লেও থেমে নেই জনজীবন। ঘন কুয়াশা আর শীতের মধ্যেই চলছে মানুষের কর্মব্যস্ততা। ছবিগুলো সিলেট নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

কুয়াশায় ঢেকে আছে সিলেটের মালনীছড়া চা-বাগান ও সড়ক।
শীতের মধ্যে থেমে নেই কর্মজীবীরা। রিকশায় করে সবজি নিয়ে যাচ্ছেন একজন। ছবিটি মালনীছড়া এলাকা থেকে তোলা।
শীতের সকালে শিশুকে কোলে নিয়ে পথ চলেছেন অভিভাবক।
চা-বাগান এলাকায় শীতের সকাল ঠিক এমন। ছবিটি মালনীছড়া এলাকার।
শীতের সকালে জমি চাষ করছেন একজন কৃষক।
শীতের সকালে সিলেট সদরের বাকগুল এলাকার মেঠো পথ ধরে হাঁটছেন নারী ও শিশু।
বাকগুল হাওরে কাজে যাচ্ছে দুই শিশু।
কুয়াশামাখা শীতের সকালে গরুকে বাইরে ঘাস খাওয়াতে এনেছেন এক ব্যক্তি। ছবিটি সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা।
শীতের সকালে সিলেট সদরের বাউয়ারকান্দি হাওরপাড়ে হাঁটছেন দুই নারী।
কুয়াশাচ্ছন্ন সিলেট নগরের তোপখানা এলাকার সুরমা নদীতে চলছে নৌকা।
গরম পোশাক পরে পথ চলেছেন শীতে কাবু লোকজন। কাজীরবাজার এলাকা থেকে ছবি তোলা।
কুয়াশাচ্ছন্ন সিলেট নগরের সুরমা নদীর ওপর কিনব্রিজ।