রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দে গণহারে টিকা দেওয়া শুরু হয়েছে। বাইরে মানুষের দীর্ঘ লাইন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, ১৩ জুলাই।শুরু হয়েছে দ্বিতীয়বারের মতো গণটিকাদান কর্মসূচি। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারী-পুরুষ। ছবিটি সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের নিচ থেকে তোলা। কুমিল্লা, ১৩ জুলাই।
বিজ্ঞাপন
ঢেউ, বৃষ্টি, বাতাস—সবই আছে। তবু মেঘনায় ইলিশের খরা। খালি হাতে ফিরছেন জেলেরা। মঙ্গলবার সকালে তোলা ছবি। ভোলার সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকার মেঘনা নদী। ভোলা, ১৩ জুলাই।
বিজ্ঞাপন
সড়কের পাশে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। আষাঢ়ে বৃষ্টি ভিজিয়ে দিতে পারে যেকোনো সময়। বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন মুড়িয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি। ছবিটি আজ সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকা থেকে তোলা। সিলেট, ১৩ জুলাই। কঠোর বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার ঘোষণায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। ফলে রাজধানীর বেশ কিছু সড়কে সকাল থকেই ছিল যানজট। শেরেবাংলা নগর, মিরপুর রোড, ১৩ জুলাই।সকালে ব্যাংকে লেনদেন করতে দীর্ঘ লাইন। সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজার থেকে তোলা। ঢাকা, ১৩ জুলাই। বড় মিয়া, ছোট মিয়াকে একনজর দেখতে অনেকেই ভিড় করছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা ফাতেমা অ্যাগ্রো ফার্মে। এগুলো মূলত পাহাড়ি গরু, তবে গয়াল নামেই পরিচিত। কুমিল্লা, ১৩ জুলাই।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত লাঙ্গলবন্দ সেতুটি বন্ধ করে দুই দিন ধরে মেরামতকাজ চলছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পার্শ্ববর্তী দুটি আঞ্চলিক সড়কের ২০ কিলোমিটার এলাকায় আজ মঙ্গলবার ভোর থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ছবিটি কাঁচপুর সেতু এলাকা থেকে দুপুরে তোলা। নারায়ণগঞ্জ, ১৩ জুলাই। অতিরিক্ত চাপ মোকাবিলায় হাসপাতালের পাশাপাশি টিকা প্রদান করা হচ্ছে পুলিশ লাইনস হাসপাতালে। সেখানে সকাল থেকেই টিকা গ্রহণের জন্য অপেক্ষা করছেন নিবন্ধনকারীরা। পুলিশ লাইনস এলাকা, পাবনা, ১৩ জুলাই। জুনের বেতন নিতে কারখানার সামনে ভিড় করেছেন হাসেম ফুড লিমিটেডের শ্রমিকেরা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ জুলাই। মশার উপদ্রব থেকে বাঁচতে দিনের বেলায় মশারি টানিয়ে বিশ্রাম নিচ্ছেন টার্মিনালের শ্রমিক মাহবুব মিয়া। সম্প্রতি রাজধানীতে বেড়েছে এডিস মশার উপদ্রব। গতকাল সোমবার শুধু রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। গাবতলী, ঢাকা, ১৩ জুলাই। বর্ষায় হাওরে এসেছে নতুন পানি। আষাঢ়ের দুপুরে সেই পানিতে দুরন্তপনার শেষ নেই শিশু-কিশোরদের। ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পড়ছে হাওরের পানিতে। ছবিটি মঙ্গলবার সিলেট সদরের উফতার হাওর থেকে তোলা। সিলেট, ১৩ জুলাই। ৬২ বছর বয়সী সাহিদা বেগম চার দিন ধরে বেসরকারি একটি হাসপাতালে করোনা চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার আরও অবনতি হলে তাঁকে খুলনা করোনা হাসপাতালের আইসিইউতে ভর্তির জন্য নিয়ে আসা হয়। খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ১৩ জুলাই। পথের ধারে পথিকের দেওয়া খাবারের জন্য হুমড়ি খেয়ে পড়েছে শালিক পাখির ঝাঁক। কলোনি এলাকা, শেরপুর সড়ক, বগুড়া শহর, ১৩ জুলাই। রাজধানীর গাবতলী পশুর হাটে চলছে কোরবানির পশুর বেচাকেনা। স্বাস্থ্যবিধি নিয়ে ক্রেতা-বিক্রেতা খুব একটা চিন্তিত নন। ঢাকা, ১৩ জুলাই। গতকাল থেকে চট্টগ্রামের সব টিকাকেন্দ্রে শুরু হয়েছে গণটিকা দেওয়ার কার্যক্রম। তাই সকালে দীর্ঘ লাইনে সেসব কেন্দ্রে ভিড় করেন শত শত মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ১৩ জুলাই। লকডাউনে করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে বাজারে ঘোরাঘুরি করছেন মানুষ। গতকাল বিকেলে রাজধানীর জুরাইন এলাকায়। ঢাকা, ১৩ জুলাই।