চট্টগ্রামের টিকাকেন্দ্রগুলোতে মানুষের ভিড়। আন্দরকিল্লা সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ৯ আগস্টকরোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ১১ আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে রেল চলাচল। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অগ্রিম টিকিট কিনতে দেখা যায়। ঢাকা, ৯ আগস্টআগামী বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন। টিকিট বিক্রি করতে ব্যস্ত রেলের কর্মকর্তারা। চট্টগ্রাম রেলস্টেশন, ৯ আগস্টটিকাদানকেন্দ্রে একটি কক্ষে টিকা নিতে ভিড় করেছেন লোকজন। সেখানে মেনে চলতে দেখা যায়নি সামাজিক দূরত্ব। অনেকেই ছিলেন মাস্কবিহীন অবস্থায়। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ, ৯ আগস্ট
বিজ্ঞাপন
টিসিবির পণ্যের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন। শাজাহানপুর, ঢাকা, ৯ আগস্ট।করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা নারী-পুরুষদের আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা, ৯ আগস্ট
বিজ্ঞাপন
বাগানের সব আনারস একসঙ্গে পাকানোর জন্য এবং রং আকর্ষণীয় করতে রাসায়নিক স্প্রে করছেন এক চাষি। মহিষমারা, মধুপুর, ৯ আগস্টকরোনাভাইরাসের সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ। বাড়ির ফটকে বসে মোবাইলে গেম খেলায় মেতেছে একদল কিশোর। কদিমপাড়া গ্রাম, বগুড়া সদর, ৯ আগস্টবিশ্বশান্তি ও বাবা ভোলানাথের করুণা লাভের আশায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন মন্দিরে ভোলানাথের বিগ্রহে গঙ্গাজল অর্পণ করেন। নদ থেকে জল সংগ্রহ শেষে ঘাটে দুই নারী একে অপরের কপালে সিঁদুর মেখে দিচ্ছেন। ফরিদপুর গোয়ালচামট বিসর্জন ঘাট, সোমবার, ৯ আগস্টগ্রামের মেঠো পথে গরুর ঘাস খাওয়াচ্ছেন কৃষক তোতা মিয়া। উলিপুর গ্রাম, বগুড়া সদর, ৯ আগস্টবৃষ্টিতে ভিজে দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানীর দিকে ছুটছেন। ফেরিতে ওঠার অপেক্ষায় থেকে ফেরি না আসায় এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটছেন সবাই। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ৯ আগস্টখেত থেকে কেটে আনা পাট জাগ দেওয়া হচ্ছে। কাশিপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ৯ আগস্টআগামী বুধবার থেকে সড়কে গণপরিবহন চলবে, তাই গাড়িগুলো সারাইয়ের কাজে ব্যস্ত কারিগরেরা। কেন্দ্রীয় বাসটার্মিনাল, নারায়ণগঞ্জ, ৯ আগস্টইছামতী নদীতে একটি ঘোড়াকে গোসল করানো হচ্ছে। ধুনট উপজেলা, বগুড়া, ৯ আগস্টচা–শ্রমিকনেতার স্ত্রীকে খুনের ঘটনায় প্রতিবাদে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চা–শ্রমিকেরা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৯ আগস্টএক বছর আগে বানের তোড়ে শুয়াকৈর সেতুর তিন স্প্যান ভেঙে নদে চলে গেছে। ২০টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুয়াকৈর সেতু, সরিষাবাড়ী, জামালপুর, ৯ আগস্টকুমিল্লা নগরের প্রবেশপথ দুর্গাপুর এলাকায় ওষুধের মার্কেটের সামনের খানাখন্দে ভরা সড়কটিতে একটু বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ছেন পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। কুমিল্লা, ৯ আগস্টকরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার আগেই নগরজীবন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। নগরের বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। সদর রোড, বরিশাল নগর, ৯ আগস্টটিকাদান কেন্দ্রে মানুষের ভিড়। নারী-পুরুষ আলাদাভাবে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর, ৯ আগস্টগত শনিবারের পর ইউনিয়ন পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন আর বাড়েনি। এতে নিয়মিত টিকাদান কেন্দ্রে ভিড় বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। বাগেরহাট সদর হাসপাতাল, বাগেরহাট, ৯ আগস্টসিলেটে গত তিন দিন মুষলধারে বৃষ্টি হয়েছে। বেড়েছে হাওরের পানি। শিশু-কিশোরেরা কেউ হেঁটে, কেউ আবার নৌকায় বসে মাছ শিকারে ব্যস্ত। শিমুলকান্দি হাওর, সিলেটটিকাকেন্দ্রে হঠাৎ করেই টিকা শেষ, অথচ বহু টিকাপ্রত্যাশী তখনো লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে। ময়মনসিংহ, ৯ আগস্টপাহাড়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে সতর্ক গ্রামীণ জনপদের লোকজন। বিশেষ করে নারীরা। কোথাও গেলে দল বেঁধে যেতেন আগে। এখন করোনা সংক্রমণ এড়াতে একক এবং মাস্ক পরে জুমের ফসল বিক্রি করতে পাহাড় থেকে রাঙামাটি শহরে যাচ্ছেন। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ৯ আগস্টঢাকা থেকে লক্ষ্মীপুরগামী মুদি মালবোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পানিতে পড়ে যায়। ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৯ আগস্টকঠোর বিধিনিষেধ মানছেন না অটোরিকশাচালকেরা। রাঙামাটি শহরের বনরুপা পুলিশ বক্স প্রাঙ্গণ, রাঙামাটি, ৯ আগস্টবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে করোনার টিকা নিতে মানুষের ভিড়। ঢাকা, ৯ আগস্টমুন্সিগঞ্জের সিরাজদিখানে বিল থেকে তুলে আনা শাপলা বিক্রির জন্য গোছাচ্ছেন একজন। মুন্সিগঞ্জ, ৯ আগস্টরাস্তা সংস্কারের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু সঠিকভাবে যানবাহন চলার পথ না রেখেই এই কাজের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি। ঢাকা-পাবনা মহাসড়ক, মহেন্দ্রপুর, পাবনা, ৯ জুলাইগ্রামবাসীর হাতে আটকা পড়েছে একটি কুমির। সুবহান মোল্লার ডাঙ্গি, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ৯ আগস্টআশ্রয়ণ প্রকল্পের নামে মানস নদের তীর থেকে তিন শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। চুনিয়াপাড়া, ধুনট, বগুড়া, ৯ আগস্টবিধিনিষেধ মেনে ১১ আগস্ট থেকে ট্রেন চলাচল করবে। তাই স্টেশনের টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে ১১, ১২ ও ১৩ আগস্ট তারিখের অগ্রিম টিকিট। রাজশাহী, ৯ আগস্টআন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন হয়। গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জন–উদ্যোগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়বৃষ্টিতে ভিজে নৌকা থেকে লবণ গুদামজাত করছেন শ্রমিকেরা। মাঝিরঘাট, চট্টগ্রাম, ৯ আগস্টকরোনা পরিস্থিতে পথশিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে স্ট্রিট চিলড্রেন লেডো নামক একটি সামাজিক সংগঠন। কমলাপুর, ঢাকা, ৯ আগস্টদীর্ঘদিন ধরে চলা ‘কঠোর’ বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে গণপরিবহনসহ প্রায় সবকিছুই খুলে দেওয়ার ঘোষণায় রাজধানীর বিভিন্ন সড়কে ছিল ব্যক্তিগত গাড়ি ও যানবাহনের চাপ। ধানমন্ডি, মিরপুর সড়ক, ঢাকা, ৯ আগস্টআগামী বুধবার থেকে গণপরিবহন চালুর ঘোষণায় সড়কে নামার আগে বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা, ৯ আগস্ট