Thank you for trying Sticky AMP!!

মিয়ানমারে রক্তাক্ত এক দিন

মিয়ানমারে গতকাল রোববার জান্তাবিরোধী ব্যাপক বিক্ষোভ ও প্রাণহানির পর আজ সোমবার দেশজুড়ে আবার বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর মাত্র এক দিন আগেই সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে দেশটি। গতকাল মিয়ানমারের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। তাদের সঙ্গে সড়কে নেমেছিলেন সেনাসদস্যরাও। নিরাপত্তা বাহিনীর গুলি ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গ্রেপ্তার করা হয়েছে স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ অনেককে।
এ সংঘর্ষ ও সহিংসতার ঘটনা নিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের গতকালের কিছু ছবি

শান প্রদেশে বিক্ষোভে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন পুলিশ সদস্যরা।
মান্দালয় শহরে আহত এক বিক্ষোভকারীকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে।
ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সদস্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারীদের ঢাল ব্যবহার করতে দেখা যায়।
ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর প্রথম স্টান গ্রেনেড ও পরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতেও বিক্ষোভকারীদের দমানো না গেলে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইয়াঙ্গুনে সংঘাত চলাকালে পুলিশের সতর্ক অবস্থান।
ইয়াঙ্গুনে মুখোমুখি অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীরা।
বিক্ষোভ দমনে রাস্তায় নামেন সেনাসদস্যরাও।