ছোট্ট কাঠবিড়ালি, অথচ ছুটে বেড়াচ্ছে বড় স্বপ্ন নিয়ে—সংগ্রহ করতে হবে তার দিনের আহার। মহাস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া, ৮ মেকীটপতঙ্গ খাওয়ার লোভে কাঠঠোকরার অবিরাম ঠকঠকানি। মহাস্থানগড়, বগুড়া, ৮ মে
বিজ্ঞাপন
ফসল ফলানোর স্বপ্নে বিভোর এই কৃষক জমিতে সার ছিটাচ্ছেন। দিঘী, মানিকগঞ্জ, ৮ মে।
বিজ্ঞাপন
কৃষকের অক্লান্ত পরিশ্রমে সড়কের পাশে সোনালি ধান রোদে ঝলমল করছে। শুকানোর পর এই ধান উঠবে ঘরে। কেরানীহাট-বান্দরবান সড়ক, সাতকানিয়া, চট্টগ্রাম, ৮ মেপাহাড়ের কোলে বইছে এখন বোরো ধানের ঘ্রাণ। সেই ধান রাখার জন্য নিজ হাতে তৈরি বাঁশের ঝুড়ি বেচতে সাপ্তাহিক হাটে এসেছেন এই বিক্রেতা। খাগড়াছড়ি বাজার, ৮ মেকৃষকের ঘরে উঠছে সোনালি ধান। কৃষকের ধান ঘরে তোলার এই ব্যস্ততা যেন এক নতুন জীবনের গান। পিয়ারপুর, কৈজুরী, ফরিদপুর, ৮ মেযমুনার চরের বিস্তীর্ণ প্রান্তজুড়ে হলুদের সমারোহ। এই চরে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। এভাবেই তা বালুচরে শুকানো হচ্ছে। মির্জাপুর, সোনাতলা, বগুড়া, ৮ মেসবুজ স্বপ্ন বোনার শুরু, কৃষক গাঁথছেন পোটলের মাচা। তাম্বুলখানা, ফরিদপুর, ৮ মে রংবাহারি পাতার ফাঁক দিয়ে শোভা ছড়াচ্ছে বর্ণিল এই ফুল। জাফরাবাদ, কিশোরগঞ্জ, ৮ মেমায়ের পিঠ আঁকড়ে আছে ছোট্ট জীবন। এই জীবন ও অনিশ্চয়তা নিয়ে বনপথে খাবারের খোঁজে তারা। কাপ্তাই, ব্যাঙছড়ি, রাঙামাটি, ৮ মেপেয়ারাগাছে ফুল ছড়িয়েছে শোভা। কামিলা ছড়ি, রাঙামাটি, ৮ মেএকদল রঙিন প্রজাপতি লতায় বসে আছে। কামিলা ছড়ি, রাঙামাটি, ৮ মেবুধবার রাতে ঝড়-বৃষ্টিতে নগরের কিছু এলাকার সড়কে পানি জমে। রেলস্টেশন, সিলেট, ৮ মে৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সকালে সিলেট নগরে শান্তি শোভাযাত্রা বের করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। জিন্দাবাজার, সিলেট, ৮ মেসাতক্ষীরা থেকে এসেছে রাজভোগ আম। সাইকেলে ফেরি করে প্রতি কেজি আম বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা দরে। সিটি বাজার, রংপুর, ৮ মেমাঠে খাবার খাওয়ানো শেষে নদের পানি পেরিয়ে গরুগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ধলাই নদ, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ৮ মেফুটেছে লাল রঙের পালাম ফুল, দৃষ্টি কাড়ছে পথিকের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর, ৮ মে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ২০১৭ সাল থেকে শিশুদের পড়ান সালমা খাতুন। মূলত অক্ষরজ্ঞান ও লেখা শিখার জন্য এখানে আসেন শিক্ষার্থীরা। ভবানীপুর, মালিগাছা, পাবনা, ৮ মে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা। গোদাগাড়ী, রাজশাহী, ৮ মেপ্রথম আলোর আয়োজনে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ আয়োজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৮ মে