একঝলক (২৭ এপ্রিল ২০২৫)

চোখ গেল বা পাতি চোখ গেল পাখি। অনেকে আবার এটিকে ব্রেনফিভার বার্ড বলেও ডাকে। ছাইরঙা ধূসর পাখিটি উচ্চ স্বরে একটানা ডাকতে পারে। বাচ্চা উৎপাদনে এদের স্বভাব কোকিলের মতো। গ্রীষ্মে এদের দেখা মিলে। এ সময় এদের ডাক শোনা যায়। কাপাসিয়া, গাজীপুর, ২৭ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
চন্দ্রপ্রভা ফুলের পাশে এসে বসেছে একটি মৌটুসি পাখি। রাধামাধবপুর, দিঘলিয়া, খুলনা, ২৭ এপ্রিল
গরমে হাঁসফাঁস অবস্থা পাখিরও। রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির বারান্দায় ছায়ায় বসেছে শালিকটি। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ এপ্রিল
গাছের ডালে দুটি শালিক পাখি। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২৭ এপ্রিল
গত রাতে বৃষ্টি হয়েছে। পানি জমেছে মানাস নদে। সেখানে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন গ্রামবাসী। দরজিপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ২৭ এপ্রিল
নিষেধ অমান্য করে সিলেট-তামাবিল মহাসড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। শাহপরান এলাকা, সিলেট, ২৭ এপ্রিল
গত রাতের বৈশাখী ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি। গঙ্গাচড়া, রংপুর, ২৭ এপ্রিল
বাড়ন্ত ঢ্যাঁড়সখেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। চকক্যাতুলী, গাবতলী, বগুড়া, ২৭ এপ্রিল
গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে ঘোড়ার গাড়িতে সাজিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। বাখুন্ডা, গেরদা, ফরিদপুর, ২৭ এপ্রিল
জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুকনা ভুট্টাগাছ নিয়ে যাচ্ছেন একজন। চকক্যাতুলী, গাবতলী, বগুড়া, ২৭ এপ্রিল
বর্ষাকালে নিরাপদ আশ্রয় হিসেবে তালগাছে বাসা বানাচ্ছে বাবুই পাখি। বাখুন্ডা, গেরদা, ফরিদপুর, ২৭ এপ্রিল
যন্ত্র নিয়ে গ্রামে-মহল্লায় ঘুরে ঘুরে ধান ভানার কাজ করেন বিদ্যুৎ বিশ্বাস। প্রতি মণ ধান ভানতে নেন ৬০ টাকা থেকে ৮০ টাকা। আমবাড়িয়া, দিঘলিয়া, খুলনা, ২৭ এপ্রিল
সড়কের পাশে ফুটে আছে বুনোফুল মটমটিয়া। মাগুড়া বিনোদ, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল
খেয়াঘাটে ট্রলার মেরামতে ব্যস্ত মাঝি ও মেরামতকারীরা। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৭ এপ্রিল
উত্তরবঙ্গের পাবনাসহ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এই রোদ-গরম থেকে বাঁচতে মাথায় গামছা পেঁচিয়ে রিকশা চালাচ্ছেন চালকেরা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৭ এপ্রিল
গাছে ফুটে রয়েছে স্নিগ্ধ জারুল ফুল। টিলাগড়, সিলেট, ২৭ এপ্রিল
কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছয় দফার দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন ভবনে তালা মেরে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, ২৭ এপ্রিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক। এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ২৭ এপ্রিল
আসছে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে বাড়বে পানি। তাই নতুন নৌকা বানানো ও পুরোনো নৌকা মেরামতের কাজ চলছে। কাছারিঘাট, ময়মনসিংহ, ২৭ এপ্রিল
খেতে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক দম্পতি সেলিম মিয়া ও নাজমা বেগম। সুখীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ এপ্রিল