খাবারের খোঁজে ডালে বসে আছে ছোট্ট মৌটুসি পাখি। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ১১ ডিসেম্বরঅগ্রহায়ণের শেষেই শীত ঝেঁকে বসেছে। শীতের জামাকাপড় জড়িয়েছে সকালে কাজের উদ্দেশে বের হয়েছেন কয়েকজন। মোস্তফার মোড়, খুলনা, ১১ ডিসেম্বরনিজের চাষ করা বরবটি তুলছেন পাহাড়ি এই নারী। আলুটিলা গ্রাম, রাঙামাটি, ১১ ডিসেম্বর জাল গুছিয়ে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক মৎস্যজীবী। ভাঙার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বর
বিজ্ঞাপন
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। বাসস্টেশন, বান্দরবান, ১১ ডিসেম্বর কুয়াশাচ্ছন্ন কীর্তনখোলা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছেন কয়েকজন। লামচরী, চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বর
বিজ্ঞাপন
মাচায় ধীরে ধীরে বড় হচ্ছে শিম। রামচন্দ্রপুর, বগুড়া, ১১ ডিসেম্বরবুনো ফুলে মধু খেতে বসেছে মৌমাছি। কালাঘাটা, বান্দরবান, ১১ ডিসেম্বরহাঁসের দল নিয়ে দূরে কোথাও জলাশয়ের খোঁজে যাচ্ছেন এই খামারি। দেড়হালিয়া, রংপুর, ১১ ডিসেম্বরবীজতলার জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। নোয়াপাড়া, বান্দরবান, ১১ ডিসেম্বরআগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। ঈশ্বরপুর, রংপুর, ১১ ডিসেম্বরপুরোনো পেঁয়াজের পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছে। কাশিনাথপুর বাজার, সাঁথিয়া, পাবনা, ১১ ডিসেম্বরসবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বেনেবউ বা ইষ্টিকুটুম পাখি। দৌলতপুর, খুলনা, ১১ ডিসেম্বরহাওরে তৈরি করা বোরো ধানের বীজতলায় পানি সেচ দিতে যাচ্ছেন এক কৃষক। দামারি হাওর, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ ডিসেম্বরআন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। রাজার মাঠ, বান্দরবান, ১১ ডিসেম্বরনৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হবে নদীর তীরে। টুকরি দিয়ে নৌকা থেকে বালু নামাচ্ছেন দুই শ্রমিক। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ ডিসেম্বরখেজুরগাছের রস সংগ্রহে কাজ করছেন এই গাছি। পারসিদাই, আটঘরিয়া, পাবনা, ১১ ডিসেম্বরএসব ইভিএম মেশিনের মাধ্যমে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হয়। সেসব মেশিন এখন পাঠানো হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে। উপজেলা মডেল মসজিদ, ঈশ্বরদী, পাবনা, ১১ ডিসেম্বরশর্ষে ফুলে চিকচিক করছে শিশিরবিন্দু। শাহবাজপুর, রংপুর, ১১ ডিসেম্বর কীর্তনখোলা নদীর তীরে বেঁধে রাখা হয়েছে বেদে পরিবারের নৌকা। এই নৌকাতেই বেদে পরিবারের বসবাস। চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বরপাতা খাওয়া পোকা রোধে কার্পাস তুলার গাছে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন কৃষক। খিদিরপুর, আটঘরিয়া, পাবনা, ১১ ডিসেম্বর