
কখনো এসেছে আয়নায় মুখ দেখার পরামর্শ, কখনো আবার শোনা গেছে ‘ধানখেতেও খেলতে হবে’। ছিল ‘রাগের মাথায় বলে’ ফেলা কথাও। বছরজুড়ে কখনো খেলোয়াড়, কখনো কোচ কখনো–বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বিভিন্ন বক্তব্য ছিল বাংলাদেশের ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে রকমই কিছু আলোচিত বক্তব্য আপনাকে ফিরিয়ে নেবে সেই সব দিনগুলোতে—
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবেন না—এমন গুঞ্জনের পর বলেছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সেই সফরে যাননি তিনি। বছর শেষেও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন এ অলরাউন্ডার।
মিরপুর টেস্টে হারের পর দলকে কাঠগড়ায় তুলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
পরে অবশ্য ‘শান্ত’ হয়েছিলেন নাজমুল।
টেস্ট হারের পর আরেকটি টেস্টে না খেলে সাকিবের ছুটি চাওয়া প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে আর চলবে না।
নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ৪১.৫ ওভারে ১৩১ রান তুলেছিল বাংলাদেশ দল। দলের ব্যাটিং মানসিকতার সমালোচনায় বিসিবি সভাপতি
বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে মাঠের বড় পর্দা, নিউজিল্যান্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট, আইসিসির ওয়েবসাইট—সবখানেই বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬ ওভারে ১৪৮ রান। তবে খেলা শুরুর পর সেটা ঠিক করে দেখানো হয় ১৭০, আদতে যেটি ছিল ১৭১। এ ধোঁয়াশা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
করোনাকালে সাংবাদিক সম্মেলন বন্ধ হয়ে যাওয়ার সূত্র ধরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল।
রিভার্স সুইপ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর মুশফিকুর রহিম বলেছিলেন, এটা তাঁর পছন্দের শট। সেটি খেলতে গিয়ে বারবার আউট হলেও পরিস্থিতির চাহিদা মেটাতে সে শট খেলতে দ্বিধা করবেন না তিনি। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলোচিত ছিল মুশফিকের রিভার্স সুইপ
জিম্বাবুয়েতে হঠাৎ করে টেস্ট অবসর নেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সতীর্থদের গার্ড অব অনারেই নিশ্চিত হয়েছিল সেটি। বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও অবসরের কথা জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে তিনি এমন সিদ্ধান্ত নিতে না করেছিলেন, প্রথম আলোকে বলেছিলেন নাজমুল।
অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। যদিও উইকেটের মান নিয়ে ছিল প্রশ্ন।
টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ছুঁয়েছিলেন সাকিব, তবে ধারাভাষ্যকার আনজুম চোপড়া ভুলবশত বলেছিলেন ‘প্রথম বাংলাদেশি’। সাকিব বিস্মিত হয়েছিলেন তাতেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব।
তবে কদিন পর এক অনুষ্ঠানে সাকিব বলেছিলেন এমন পিচে খেলার অন্যদিকের কথাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর এক দিনে ছয়টি সাক্ষাৎকার দিয়েছিলেন শামীম হোসেন।
ক্যারিয়ারের শুরুর দিক নিয়ে লিটন দাসের উপলব্ধি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ব্যর্থতার সমালোচনার জবাবে মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকের আলোচিত মন্তব্য।
ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের পর নাসুম আহমেদের অসহায়ত্ব।
ভার্চ্যুয়াল–জগৎ থেকে দূরেই থাকেন ডমিঙ্গো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফেসবুকে লিখেছিলেন মাশরাফি বিন মুর্তজা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলকে যে বার্তা দিয়েছিলেন মুমিনুল।
পাকিস্তানের বিপক্ষে বাজে শট খেলে আউট হওয়া নুরুল হাসানকে নিয়ে বলেছিলেন ডমিঙ্গো।
উপমহাদেশের দলগুলোর বিপক্ষে কেমন উইকেটে খেলা উচিত, সেটা নিয়ে মুমিনুলের সরল বচন।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক হতে গিয়ে আউট হয়েছেন, এমন কথা শোনার পর মুমিনুল।
বছর শেষে আবারও ছুটি নিয়ে আলোচনায় থাকা সাকিব ছুটিতে কী করছেন—এমন প্রশ্নের জবাবে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে।
উইকেট নেওয়ার মতো পেসার কবে হবে, সেটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন খালেদ মাহমুদ।