ওভাল টেস্টে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ
ওভাল টেস্টে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ

সিরাজের পারফরম্যান্স দেখে ‘ওয়ার্কলোড তত্ত্ব’কে প্রশ্নবিদ্ধ করলেন গাভাস্কার

মোহাম্মদ সিরাজের টানা পাঁচ টেস্ট খেলার উদাহরণ টেনে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তত্ত্ব’কে আবারও প্রশ্নবিদ্ধ করলেন সুনীল গাভাস্কার। তাঁর মতে, দেশের হয়ে খেলতে নামলে ব্যথা-বেদনা ভুলে যাওয়ার মানসিকতা থাকা উচিত।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সিরাজ নিয়েছেন ২৩ উইকেট, বোলিং করেছেন ১৮৫.৩ ওভার। অন্যদিকে তিন টেস্ট খেলা যশপ্রীত বুমরা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে খেলেননি।

আপনি যখন দেশের হয়ে খেলছেন, তখন ব্যথা ভুলে যেতে হবে। সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানরা কি ঠান্ডা নিয়ে অভিযোগ করেন? ঋষভ পন্ত চোট নিয়েও ব্যাট করেছে এই সিরিজেই। এমন মানসিকতাই তো থাকা উচিত।
সুনীল গাভাস্কার, ভারতের সাবেক অধিনায়ক

তবে গাভাস্কার বলছেন, তাঁর সমালোচনা বুমরাকে উদ্দেশ করে নয়। বরং বুমরার জন্য সহানুভূতি ছিল গাভাস্কারের কথায়। টেস্ট ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের প্রথম সদস্য বললেন, বুমরার বিষয়টি মূলত চোট সামলানোর।

অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সিরাজ

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাভাস্কার বলেন, ‘আপনি যখন দেশের হয়ে খেলছেন, তখন ব্যথা ভুলে যেতে হবে। সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানরা কি ঠান্ডা নিয়ে অভিযোগ করেন? ঋষভ পন্ত চোট নিয়েও ব্যাট করেছে এই সিরিজেই। এমন মানসিকতাই তো থাকা উচিত।’

খেলা ছাড়ার পর ক্রিকেট ধারাভাষ্যেও মহাতারকা হয়ে যাওয়া গাভাস্কার সিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন এরপর, ‘আপনি ১৪০ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন। সিরাজ দেখিয়েছে, কীভাবে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া যায়। ওয়ার্কলোডের সব কথা ভুলে গিয়েছে সে।’

ওভালে শেষ টেস্টে খেলেননি ভারতীয় পেসার যশপ্রীত বুমরা

৭৬ বছর বয়সী ভারতের সাবেক এই অধিনায়কের চাওয়া, ‘ওয়ার্কলোড’ শব্দটাই যেন ভারতীয় ক্রিকেট থেকে মুছে যায়, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি—ওয়ার্কলোড আসলে মানসিক ব্যাপার, শারীরিক নয়। সেরা দল মাঠে নামাতে হলে এসব ভুলে যেতে হবে।’